
দক্ষিণ এশিয়ার ফুটবল আসর সাফ। বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে আজ প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলংকার কলম্বোয় বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচটি।
কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখা যাবে না। তাই বলে হতাশ হওয়ার কিছু নেই। ইউটিউব চ্যানেল Sportzworkz এ সকল ম্যাচ সরাসরি দেখানো হচ্ছে। তাই বাংলাদেশের ম্যাচটিও দেখা যাবে ওই চ্যানেলে। এতে করে মুঠোফোনেই দেখা যাবে খেলা।
সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে তৃতীয় শিরোপার স্বপ্ন নিয়ে কলম্বোয় গিয়েছে গোলাম রব্বানি ছোটনের বাংলাদেশ দল। সাত দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও নেপালের সঙ্গে আছে স্বাগতিক শ্রীলংকা। ‘বি’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে অন্য তিন দল পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ।
গত মঙ্গলবার আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে নেপাল। পরের দিন ‘বি’ গ্রুপে ভারত-পাকিস্তান দুই দলই উড়ন্ত সূচনা করে। ভারত ৬-০ গোলে মালদ্বীপকে, পাকিস্তান ৪-০’তে ভুটানকে বিধ্বস্ত করে।
দুই গ্রুপে প্রতিটি দল একে অন্যকে একবার করে মোকাবেলা করার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। ২৭ সেপ্টেম্বর কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে হবে ফাইনাল। আগের ৯ আসরে ভারতের রেকর্ড ছয়বার শিরোপা জয়ের তুলনায় বাংলাদেশে ২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ আর ২০১৮ সালে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট জিততে সমর্থ হয়। পাকিস্তান একবারই চ্যাম্পিয়ন হয় ২০১১ সালে প্রথম আসরে অনূর্ধ্ব-১৬-তে।
ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/এজে
