Connect with us
ফুটবল

সাফ ফুটসাল : নারী–পুরুষ দলের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা

sabina and rituparna and Rahbar Khan
সাফ ফুটসালে নারী ও পুরুষ দলের অধিনায়ক। ছবি- সংগৃহীত

আসন্ন সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে অংশ নিতে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার বাফুফের ঘোষণা করা নারী দলের অধিনায়ক করা হয়েছে সাবিনা খাতুনকে। আর পুরুষ দলে সেই কানাডা প্রবাসী রাহবার খানের হাতেই থাকছে আর্মব্যান্ড।

আগামী ১৩ ও ১৪ জানুয়ারি থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। এর আগে বাংলাদেশ নারী ফুটবল দল সর্বশেষ ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। দীর্ঘ সাত বছর পর আবারও আন্তর্জাতিক নারী ফুটসালে ফিরলো লাল-সবুজের প্রতিনিধিরা।

১৬ সদস্যের স্কোয়াডে সাবিনাকে অধিনায়ক এবং সুমাইয়া মাতসুমিসমাকে সহ-অধিনায়ক করা হয়েছে। সাবিনা ও সুমাইয়ার দুজনেরই দেশের বাইরে ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে, যা দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।



এ ছাড়া একসময় বাংলাদেশ নারী ফুটবল দলের নির্ভরযোগ্য সদস্য মার্জিয়া খাতুন ও মিসরাত জাহান মৌসুমী কয়েক বছর পর আবার জাতীয় পর্যায়ে ফিরছেন। দীর্ঘদিন জাতীয় দলের ক্যাম্পের বাইরে থাকলেও ফুটসালের মাধ্যমে তারা ফের জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলে।

Final Squad __ SAFF Men's and women Futsal Championship 2026

একসময় বাংলাদেশ নারী ফুটবল দলের দীর্ঘদিনের অধিনায়ক ছিলেন তিনি। তবে ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহের ঘটনার পর জাতীয় ফুটবল দলে আর ফেরা হয়নি তার। এরপর ফুটবলের বাইরে থেকে সাবিনার সঙ্গে ফুটসালের ক্যাম্প ও অনুশীলনে যুক্ত হন মাসুরা পারভীন, সুমাইয়া মাতসুমিসমা, নিলা আক্তার ও কৃষ্ণা রানী সরকার।

অপরদিকে পুরুষ ফুটসাল দলে তেমন কোনো চমক নেই। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটসাল বাছাই পর্বে যিনি অধিনায়কত্ব করেছিলেন, সেই রাহবার খানের কাঁধেই থাকছে নেতৃত্ব। ওই টুর্নামেন্টের স্কোয়াডে থাকা বেশ কয়েকজন খেলোয়াড়ই সাফ ফুটসাল টুর্নামেন্টেও জায়গা পেয়েছেন। নতুন মুখ হিসেবে পুরুষ দলে যুক্ত হয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইমান আলম।

ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল