Connect with us
ক্রিকেট

পাকিস্তানের রানের পাহাড়ের জবাব দিল সাদমান-মুশফিকরা

Bangladesh vs Pakistan 1st Test Day 3
পাকিস্তানের বড় সংগ্রহের জবাবে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের রানের পাহাড়ের জবাবে দারুণ ব্যাট করেছে বাংলাদেশ। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৪৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলেছে সফরকারীরা। স্বাগতিকদের চেয়ে আর ১৩২ রান পিছিয়ে টাইগাররা।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে বেশ কয়েকটি উইকেট তুলে নেয় টাইগার পেসাররা। পরবর্তীতে সাইম আইয়ুব-সৌদ শাকিল-মোহাম্মদ রিজওয়ানদের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দ্বিতীয় দিনের শেষদিকে ১১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে শান মাসুদরা।

দ্বিতীয় দিনের শেষদিকে ১২ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে শেষদিকে পাকিস্তানি পেসারদের বেশ ভালোভাবেই সামাল দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হোসেন। ৩২ রান তুলে কোনো উইকেট না হারিয়ে স্বস্তিতে দিন শেষ করে তারা।

আরও পড়ুন:

» মামলা : ক্রিকেট খেলতে পারবেন সাকিব?

» ফেনীর বন্যায় পানিবন্দী সাইফউদ্দিনও, ফেসবুকে জানালেন আকুতি 

আজ শুক্রবার (২৩ আগস্ট) তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু দিনের শুরুতে বিদায় নেন জাকির। দলীয় ৩১ রানের মাথায় নাসিম শাহর বলে রিজওয়ানের কাছে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান এই ওপেনার। আউট হওয়ার আগে ৫৮ বলে ১২ রান করেন তিনি। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা অধিনায়ক শান্তও ইনিংস বড় করতে পারেননি। মাত্র ১৬ রান করে ফিরে যান এই টপ অর্ডার ব্যাটার।

৫৫ রানে শান্ত ফিরে যাওয়ার পর সাদমান ও মুমিনুলের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই জুটিতে অর্ধশতক তুলে নেন উভয়েই। দলীয় ১৪৭ রানে মাথায় তাদের ৯৪ রানের জুটি ভাঙেন শাহজাদ। ব্যক্তিগত অর্ধশতক হাকিয়েই প্যাভিলিয়নের পথ ধরেন মুমিনুল।

মুমিনুল ফিরে যাওয়ার পর সাদমানকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। অর্ধশতক হাকিয়ে বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে রান তুলছিলেন সাদমান। তবে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন এই ওপেনার। ব্যক্তি ৯৩ রানের মাথায় মোহাম্মদ আলির বলে বোল্ড হয়ে ফিরে যান এই ব্যাটার। চতুর্থ উইকেট জুটিতে মুশফিককে নিয়ে ৫২ রান যোগ করেছিলেন এই ব্যাটার। সাদমান ফিরে যাওয়ার পর মুশফিককে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সাকিব আল হাসান। ব্যাট হাতে রাঙাতে ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার। ১৬ বলে ১৫ রান করেন তিনি।

Mushfiq-Liton

দিনের শেষভাগে দুর্দান্ত জুটি গড়েছেন মুশফিক ও লিটন। ছবি- সংগৃহীত

দলীয় ২১৮ রানে পাঁচ উইকেট হারানোর পর মুশফিক ও লিটন দাসের ১১৮ বলে ৯৮ রানে অপরাজিত জুটিতে ৩১৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা। দিনশেষে মুশফিক ১২২ বলে ৫৫ এবং লিটন দ্রুতগতিতে ৫৮ বলে ৫২ রান তুলে অপরাজিত রয়েছে।

পাকিস্তানের পক্ষে দুটি উইকেট শিকার করেছেন খুররাম শাহজাদ। এছাড়া নাসিম শাহ, মোহাম্মদ আলি ও সাইম আইয়ুম একটি করে উইকেট শিকার করেছেন।

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট