
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। বান্ধবী সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে তার।
ঘরোয়া আয়োজনে হওয়া এই অনুষ্ঠান সম্পর্কে এনডিটিভি জানিয়েছে, এতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও বন্ধু।
মুম্বাইয়ের ঘাই পরিবার, যারা ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক, সেখানেই এখন শচীনপুত্রের শ্বশুরবাড়ি হতে যাচ্ছে।
২৫ বছর বয়সী অর্জুন বাবার মতোই পেশাদার ক্রিকেটার। পেস অলরাউন্ডার হিসেবে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন, আর ঘরোয়া ক্রিকেটে খেলেন গোয়ার হয়ে। তার ঝুলিতে রয়েছে ১৭টি প্রথম শ্রেণির এবং ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচের অভিজ্ঞতা।
সানিয়া চন্দোক পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব কয়েকটি সংস্থার কর্ণধার। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কম সক্রিয় এবং আড়ম্বরহীন জীবনযাপন পছন্দ করেন।
দীর্ঘদিনের সম্পর্কে থাকার পর দুই পরিবারের সম্মতিতে তাদের বাগদান সম্পন্ন হয়।
ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৫/এনজি
