
বিশ্ব ক্রিকেটে এবি ডি ভিলিয়ার্স এক অনন্য নাম। ব্যাট হাতে তিন ফরমেটেই বোলারদের নাস্তানাবুদ করেছেন তিনি। মাঠের চার পাশে চমকপ্রদ শর্ট খেলতে পারায় তাকে ডাকা হয় মিস্টার ৩৬০ ডিগ্রি নামে।
ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস। সেখানে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সেখানেই তিনি নিজের দেখা সর্বকালের সেরা বিশ্ব একাদশ বেছে নিয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
আরও পড়ুন:
মুস্তাফিজ-তানজিমদের বাদ দেওয়ার কারণে হেরেছে বাংলাদেশ?
ভুটানে মারিয়া-শামসুন্নাহারের গোল উৎসব, থিম্পুর ২৩-০ গোলের বিশাল জয়
এক ক্রীড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবি তার পছন্দের একাদশ বেছে নেন। তবে মজার ব্যাপার হলো এই একাদশে কোন অলরাউন্ডারের জায়গা হয়নি। এমকি শচিন টেন্ডুলকার ও ব্রায়ান লারার মতো কিংবদন্তিরাও সেখানে জায়গা পাননি। বরং আধুনিক ক্রিকেটের কিছু সফল মুখ অগ্রাধিকার পেছেন।
এবি ডি ভিলিয়ার্সের বিশ্ব একাদশ:
গ্রায়েম স্মিথ, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেইন উইলিয়ামসন, এম এস ধোনি (উইকেটকিপার), মিচেল জনসন, মোহাম্মদ আসিফ, মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন। দ্বাদশ খেলোয়াড়: গ্লেন ম্যাকগ্রা।
উল্লেখ্য, এবি ২০১৮ সাথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগ পর্যন্ত ১১৪ টেস্ট খেলে করেছেন ৮,৭৬৫ রান, ২২৮ ওয়ানডেতে ৯,৫৭৭ রান এবং ৭৮ টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ১,৬৭২ রান।
ক্রিফোস্পোর্টস/২৫ জুলাই ২৫/এমএ
