Connect with us
ক্রিকেট

ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক মঞ্চে শচীন-মেসি

Messi and Sacin
এক মঞ্চে মেসি-শচীন। ছবি: সংগৃহীত

মেসির কলকাতার সফর ঘিরে যে অস্বস্তি তৈরি হয়েছিল, মুম্বাই এসে সেটার বিন্দুমাত্র প্রতিচ্ছবি দেখা যায়নি। ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার যা ঘটল, সেটি ভারতের ক্রীড়া ইতিহাসে আলাদা করে জায়গা করে নেবে। এক মঞ্চে, এক ফ্রেমে দাঁড়ালেন দুই খেলাধুলার দুই মহাতারকা একজন ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার আর ফুটবলের জাদুকর লিওনেল মেসি।

‘জিওএটি ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে মুম্বাইয়ের এই আয়োজন ছিল পুরোপুরি ভিন্ন ধরনের। ওয়াংখেড়ের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। একদিকে ভেসে আসছে ‘মেসি, মেসি’ স্লোগান, অন্যদিকে ‘শচীন, শচীন’। ক্রিকেট বনাম ফুটবল এর বিতর্ক যেন শেষ হয়ে গেল দুই কিংবদন্তির একসঙ্গে উপস্থিতিতে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমনিতেই ক্রিকেটারদের স্মৃতি বিজড়িত একটি স্টেডিয়াম। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের উল্লাস, বিরাট কোহলির ঐতিহাসিক ৫০তম ওয়ানডে সেঞ্চুরি সবকিছুর সাক্ষী এই মাঠ। আর শচীনের কাছে তো এটি ঘরের মাঠ। সেই ভেন্যুতেই এবার নতুন করে যুক্ত হলো আরেকটি ঐতিহাসিক মুহূর্ত।



দিনটিকে নিজের ভাষায় ধরেছেন শচীন নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লেখেন, ‘বলতেই হবে, আজকের দিনটা ছিল ১০/১০ লিও মেসি।’ মেসিকে উপহার দেন ভারতের জাতীয় দলের ১০ নম্বর জার্সি। যে নম্বরের জার্সি পরে মেসি ফুটবল ক্যারিয়ারজুড়ে খেলেছেন।

সেলিব্রেটি ফুটবল ম্যাচের পর মূল আয়োজন শুরু হয়। মঞ্চে ওঠেন লিওনেল মেসি, তাঁর আর্জেন্টিনা সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। কিছুক্ষণ পরই গ্যালারি থেকে আবারও জোরালো স্লোগান ‘শচীন, শচীন’। মুহূর্তের ওয়াংখেড়ের দৃশ্যপট বদলে যায়। হাসিমুখে মঞ্চে উঠে তিন ফুটবলারের সঙ্গে হাত মেলান শচীন, বরণ করে নেন মেসিকে।

এরপর দেওয়া হয় প্রতীকী উপহার। নিজের স্বাক্ষর করা ভারতীয় ক্রিকেট দলের জার্সি মেসির হাতে তুলে দেন শচীন। পাল্টা উপহার হিসেবে মেসি শচীনকে দেন একটি বিশ্বকাপ বল। এরপর মুখ্যমন্ত্রীসহ মেসি, সুয়ারেজ, ডি পল ও শচীন একসঙ্গে ছবি তোলেন যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শুভেচ্ছা বক্তব্যে শচীন বলেন, ওয়াংখেড়েতে তিনি অনেক অবিশ্বাস্য মুহূর্ত কাটিয়েছেন। তাঁর কথায়, মুম্বাই স্বপ্নের শহর, আর এই ভেন্যুতে অনেক স্বপ্ন সত্যি হয়েছে। ২০১১ সালের বিশ্বকাপ জয়ের কথাও স্মরণ করেন তিনি। শচীন বলেন, মেসি, সুয়ারেজ ও ডি পলকে এখানে পাওয়া মুম্বাই এবং ভারতের জন্য বিশেষ মুহূর্ত। মেসিকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই বলেও উল্লেখ করেন তিনি সবকিছু অর্জন করা এই তারকার নিষ্ঠা, নম্রতা আর ব্যক্তিত্বের প্রশংসা করেন শচীন।

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট