Connect with us
ফুটবল

সাবিনার জোড়া গোলে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের নারীদের

বাংলাদেশ বনাম ভারত। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফের নারী ও পুরুষ ফুটসাল। আজ (বৃহস্পতিবার) নারী বিভাগে প্রতিযোগীতাপূর্ণ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। 

এর আগে গতকাল (বুধবার) পুরুষ বিভাগে ভারতের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও ৪-৪ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে আজ আর হতাশ হতে হয়নি বাংলাদেশকে। বাংলাদেশের এই জয়ের অন্যতম কারিগর অধিনায়ক সাবিনা খাতুন। তার জোড়া গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যার টাইগ্রেসরা। সাবিনার করা ২ গোলেরই অ্যাসিষ্ট করেছেন কৃষ্ণা রাণী সরকার।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায় ভারত। তবে বাংলাদেশের রক্ষণভাগের দৃঢতায় খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। গোলবারের নিচে দারুণভাবে সব আক্রমণ ঠেকিয়েছেন গোলরক্ষক ঝিলিক। ভারত গোল করে খেলায় ফিরতে না পারলেও শেষেরদিকে আরও এক গোল করে বাংলাদেশ।  সুমাইয়া মাতসুসিমা কাউন্টার অ্যাটাক থেকে গোল করে লিড ৩-০ করেন।



কয়েক মিনিট পর এক গোল করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে। ২০১৮ সালে এই থাইল্যান্ডেই এশিয়ান ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ নারী দল। সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসালে খেলার সুযোগ পেল।

সাবিনা, কৃষ্ণা, মাসুরা ও সুমাইয়াকে জাতীয় দলে ডাকেন নাই ব্রিটিশ কোচ পিটার বাটলার। স্ট্যান্ডার্ড ফুটবলে খেলার সুযোগ না পেয়ে তারা বাধ্য হয়ে ফুটসাল খেলছেন। ফুটসালেও তারা যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ দিলেন। সুমাইয়া ও সাবিনার দেশের বাইরে ফুটসাল লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক উত্তেজনা প্রভাব পড়েছে ক্রিড়াঙ্গনেও। মুস্তাফিজ ইস্যুর পর বাংলাদেশ ভারতে গিয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলবে না বলে অবস্থান নিয়েছে। এমন মুহূর্তে থাইল্যান্ডে বাংলাদেশ নারী ও পুরুষ ফুটসাল দল ভারতের বিপক্ষে টানা দু’দিন দুই ম্যাচ খেলল। দুটি ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল