
ভুটানের ক্লাবের হয়ে খেলতে নেমে রীতিমত গোলের উৎসব করেছেন বাংলাদেশে ফুটবলাররা। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া মাতসুশিমারা একে একে দিয়েছেন ২২টি গোল। উড়ে গেছে প্রতিপক্ষ ক্লাব।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে ভুটানের ফুটসিলিং এএফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল সাবিনা-ঋতুদের ক্লাব পারো এফসি। ৯০ মিনিটে গুণে গুণে ২২টি গোল দিয়েছে তারা। এর মধ্যে চার বাংলাদেশি মিলে দিয়েছেন ১৯ গোল। বাকি তিনটি এসেছে ভুটানি মেয়েদের পা থেকে।
প্রথমার্ধে ১১টি এবং দ্বিতীয়ার্ধে আরও ১১টি। মোট ২২ গোলের মধ্যে ভুটানের চোকি মাতাং দুটি এবং শেন ফং একটি গোল করেন। অন্যদিকে সাবিনার পা থেকে আসে ৭টি, ঋতুপর্ণা করেন ৬টি গোল। সুমাইয়া জালে বল পাঠান ৪ বার। আর মনিকা চাকমাও পেয়েছেন জোড়া গোল।
আরও পড়ুন :
»মাঠে না নেমেই বিরাট কোহলির বিরল কীর্তি, গড়লেন বিশ্বরেকর্ড
» কেন এত ফুটবলাররা ১০ নম্বর জার্সি পরতে চায়?
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের খাতা খোলেন ঋতু। আবার ৮৯ মিনিটে সর্বশেষ গোলটিও করেন তিনি। ঋতুর গোলগুলো ছিল ২, ২৪, ৫৮, ৬৮, ৮০ ও ৮৯ মিনিটে। সাবিনার পা থেকে ১৪, ১৬, ১৭, ৩৭, ৫৯, ৬১ ও ৭৯ মিনিটে গোল আসে।
সুমাইয়ার চার গোলের শুরুটা হয় চতুর্থ মিনিটে। এরপর ৩২, ৪৮ ও ৭৬ মিনিটে আরও তিনবার বল জালে পাঠান। মনিকা চাকমা ২৯ মিনিট ও ৭৩ মিনিটে গোল দুটি করেন। ভুটানের চোকি তামাং ২০ ও ৮৭ মিনিটে এবং শেন ফং ২৩ মিনিটে গোল করেন।
পারো এফসি আরও বেশি গোল পেতে পারতো। কিন্তু তাদের গোলরক্ষক কিছুটা সেভ করেছে। তিনি ছাড়া বাকিরা কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। আর পারো এফসির গোলমুখে কোনো শটই নিতে পারেননি ফুটসিলিং এএফসির ফুটবলাররা।
ক্রিফোস্পোর্টস/১৮জুলাই২৫/এজে/এনজি
