Connect with us
টেনিস

ইতিহাস গড়ে ইউএস ওপেন জিতলেন সাবালেঙ্কা

Aryna Sabalenka claims second straight US Open
ট্রফি হাতে আরিনা সাবালেঙ্কা। ছবি- সংগৃহীত

নারী এককে শিরোপা ধরে রেখেছেন বেলারুশ টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। নিউইয়র্কের ফ্লাশিং মেডোজে অনুষ্ঠিত ইউএস ওপেন এর ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে সরাসরি সেটে ৬–৪, ৭–৬ (৭–৩) গেমে হারিয়ে চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি।

এদিকে টানা দ্বিতীয়বার ইউএস ওপেন জিতে সাবালেঙ্কা ইতিহাস গড়েছেন। এর আগে ২০১৪ সালে সেরেনা উইলিয়ামস শেষবার এই আসরে পরপর দুবছর চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেছিলেন।

অপরদিকে সাবালেঙ্কার চারটি গ্র্যান্ড স্ল্যামই হার্ড কোর্টে- দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও দুটি ইউএস ওপেন



ফাইনালটি ছিল মানসিক দৃঢ়তারও পরীক্ষা। আনিসিমোভা ৫৬ দিন আগে উইম্বলডন ফাইনালে হেরেছিলেন ইগা শভিয়াতেকের কাছে। অন্যদিকে বছরজুড়ে হতাশাজনক পরাজয়ের পর এবার ঘুরে দাঁড়ালেন টেনিসের এই রানী। শেষ মুহূর্তে প্রতিপক্ষের তীব্র লড়াই ঠেকিয়ে দিয়ে হাঁটু গেড়ে কোর্টে বসেই উদযাপন করেন ইতিহাস গড়া জয়।

শিরোপা জিতে ভক্ত-সমর্থকদের সাবালেঙ্কা বলেন, আমি আরও অনেক ফাইনালে খেলতে চাই। তোমরা যেখানেই থাকো, আমার পাশে থেকো।

ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস