
লাল কার্ড দেখেও নিয়ম বহির্ভূতভাবে ম্যাচের শেষে ডাগআউটে উপস্থিত হয়ে ম্যাচ কমিশনারের সঙ্গে অসদাচরণের জেরে বড় শাস্তির পাচ্ছেন বসুন্ধরা কিংসের ফুটবলার সাদ উদ্দিন। আগামী ৬ মাস বাফুফে আয়োজিত কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না তিনি।
ম্যাচের পর ডিসিপ্লিনারি কমিটির প্রথম সভায় সাদ উদ্দিনকে শোকজ করা হয়েছিল। সেই শোকজের প্রেক্ষিতে তিনি অপরাধ স্বীকার করেন। সাদের অপরাধ ও ম্যাচ কমিশনারের রিপোর্ট সবকিছু পর্যালোচনা করে ডিসিপ্লিনারি দ্বিতীয় সভায় তাকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ১৪ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে।
ছয় মাসের জন্য ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ হওয়ার পর তিনি জাতীয় দলের খেলতে পারবেন কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে আগামী ১০ জন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে বাংলাদেশের। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন– বাফুফের বর্তমান নিয়ম অনুযায়ী জাতীয় দলে খেলার সুযোগ নেই সাদের।
আরও পড়ুন:
» আনচেলত্তিকে আনার পর এবার পদচ্যুত হলেন ব্রাজিল ফুটবল প্রধান
» লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা, ট্রফি পেতে করতে হবে অপেক্ষা
বাফুফেতে কাজী সালাউদ্দিনের বিগত কমিটি ২০২৩ সালের ৫ অক্টোবর একটি সিদ্ধান্ত নিয়েছিল, কোনো ফুটবলার ক্লাবে নিষিদ্ধ থাকলে জাতীয় দলের জন্যও বিবেচ্য হবে না। একই আইনে ২০২৩ সালে কিংসের ফুটবলাররা মদকাণ্ডে সাজা পাওয়ার পর জাতীয় দলে ডাক পাননি।
সাদের ক্ষেত্রেও কার্যকর হতে পারে সেই আইন। কেননা বাফুফে কর্তৃক আগামী ৬ মাসের জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি। এতে এশিয়ান কাপ বাছাইয়ের ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তবে আপিল করে সাজার মেয়াদ কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে।
ক্রিফোস্পোর্টস/১৬মে২৫/এফএএস
