দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নতুন আসর শুরু হচ্ছে আগামীকাল। এ নিয়ে তৃতীয় আসর মাঠে গড়াতে যাচ্ছে এই টুর্নামেন্টটির। বরাবরের মতো এবারের আসরেও থাকছে ছয়টি দল। আগামী ৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ফাইনালসহ টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার ৬ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো।
এসএ টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ৬ টি দল হলো- পার্ল রয়্যালস, প্রিটোরিয়া ক্যাপিটালস, ডারবান সুপার জায়ান্টস, এমআই কেপ টাউন, সানরাইজার্স ইস্টার্ন কেপ এবং জোবার্গ সুপার কিংস।
এই টুর্নামেন্টের গ্রুপপর্বের ম্যাচগুলোতে একে অপরের বিপক্ষে দুইবার মুখোমুখি হবে দলগুলো। এরপর শীর্ষ চার দল প্লে-অফ রাউন্ডে খেলবে। সেখান একটি এলিমিনেটর ও দুটি কোয়ালিফায়ারের পর ফাইনালে উঠবে দুই দল। এরপর ফাইনালের মধ্য দিয়ে শিরোপা ঘরে তুলবে একটি দল।
আরও পড়ুন:
» সাকিব-ফিজদের পর পিএসএল ড্রাফটে আরো ২১ বাংলাদেশি
» বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
» চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?
আগামীকাল (৯ জানুয়ারি) উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। এ ম্যাচে দলটির প্রতিপক্ষ এমআই কেপ টাউন। ৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। এরপর এরপর ৫ থেকে ৮ তারিখ দুই কোয়ালিফায়ার ও এলিমিনেটর এবং ৯ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি:
| তারিখ | ম্যাচ | সময় |
| ৯ জানুয়ারি | সানরাইজার্স ইস্টার্ন কেপ―এমআই কেপ টাউন | রাত সাড়ে ৯টা |
| ১০ জানুয়ারি | ডারবান সুপার জায়ান্টস―প্রিটোরিয়া ক্যাপিটালস | রাত সাড়ে ৯টা |
| ১১ জানুয়ারি | সানরাইজার্স ইস্টার্ন কেপ―পার্ল রয়্যালস | বিকাল ৫টা |
| ১১ জানুয়ারি | এমআই কেপ টাউন―জোবার্গ সুপার কিংস | রাত সাড়ে ৯টা |
| ১২ জানুয়ারি | ডারবান সুপার জায়ান্টস―প্রিটোরিয়া ক্যাপিটালস | সন্ধ্যা সাড়ে ৭টা |
| ১৩ জানুয়ারি | এমআই কেপ টাউন―পার্ল রয়্যালস | রাত সাড়ে ৯টা |
| ১৪ জানুয়ারি | সানরাইজার্স ইস্টার্ন কেপ―পার্ল রয়্যালস | বিকাল সাড়ে ৫টা |
| ১৪ জানুয়ারি | ডারবান সুপার জায়ান্টস―জোবার্গ সুপার কিংস | রাত সাড়ে ৯টা |
| ১৫ জানুয়ারি | এমআই কেপ টাউন―পার্ল রয়্যালস | রাত সাড়ে ৯টা |
| ১৬ জানুয়ারি | জোবার্গ সুপার কিংস―প্রিটোরিয়া ক্যাপিটালস | রাত সাড়ে ৯টা |
| ১৭ জানুয়ারি | সানরাইজার্স ইস্টার্ন কেপ―ডারবান সুপার জায়ান্টস | রাত সাড়ে ৯টা |
| ১৮ জানুয়ারি | পার্ল রয়্যালস―প্রিটোরিয়া ক্যাপিটালস | বিকাল ৫টা |
| ১৮ জানুয়ারি | জোবার্গ সুপার কিংস―এমআই কেপ টাউন | রাত সাড়ে ৯টা |
| ১৯ জানুয়ারি | সানরাইজার্স ইস্টার্ন কেপ―ডারবান সুপার জায়ান্টস | সন্ধ্যা সাড়ে ৭ টা |
| ২০ জানুয়ারি | জোবার্গ সুপার কিংস―পার্ল রয়্যালস | রাত সাড়ে ৯টা |
| ২১ জানুয়ারি | ডারবান সুপার জায়ান্টস―এমআই কেপ টাউন | রাত সাড়ে ৯টা |
| ২২ জানুয়ারি | সানরাইজার্স ইস্টার্ন কেপ―প্রিটোরিয়া ক্যাপিটালস | রাত সাড়ে ৯টা |
| ২৩ জানুয়ারি | ডারবান সুপার জায়ান্টস―পার্ল রয়্যালস | রাত সাড়ে ৯টা |
| ২৪ জানুয়ারি | সানরাইজার্স ইস্টার্ন কেপ―জোবার্গ সুপার কিংস | রাত সাড়ে ৯টা |
| ২৫ জানুয়ারি | পার্ল রয়্যালস―প্রিটোরিয়া ক্যাপিটালস | বিকাল ৫টা |
| ২৫ জানুয়ারি | ডারবান সুপার জায়ান্টস―এমআই কেপ টাউন | রাত সাড়ে ৯টা |
| ২৬ জানুয়ারি | সানরাইজার্স ইস্টার্ন কেপ―জোবার্গ সুপার কিংস | সন্ধ্যা সাড়ে ৭টা |
| ২৭ জানুয়ারি | ডারবান সুপার জায়ান্টস―পার্ল রয়্যালস | রাত সাড়ে ৯টা |
| ২৮ জানুয়ারি | জোবার্গ সুপার কিংস―প্রিটোরিয়া ক্যাপিটালস | রাত সাড়ে ৯টা |
| ২৯ জানুয়ারি | সানরাইজার্স ইস্টার্ন কেপ―এমআই কেপ টাউন | রাত সাড়ে ৯টা |
| ৩০ জানুয়ারি | জোবার্গ সুপার কিংস―পার্ল রয়্যালস | রাত সাড়ে ৯টা |
| ৩১ জানুয়ারি | এমআই কেপ টাউন―প্রিটোরিয়া ক্যাপিটালস | রাত সাড়ে ৯টা |
| ১ ফেব্রুয়ারি | সানরাইজার্স ইস্টার্ন কেপ―পার্ল রয়্যালস | বিকাল ৫টা |
| ১ ফেব্রুয়ারি | ডারবান সুপার জায়ান্টস―জোবার্গ সুপার কিংস | রাত সাড়ে ৯টা |
| ২ ফেব্রুয়ারি | এমআই কেপ টাউন―প্রিটোরিয়া ক্যাপিটালস | সন্ধ্যা সাড়ে ৭টা |
| ৫ ফেব্রুয়ারি | কোয়ালিফায়ার―১ | রাত সাড়ে ৯টা |
| ৬ ফেব্রুয়ারি | এলিমিনেটর | রাত সাড়ে ৯টা |
| ৮ ফেব্রুয়ারি | কোয়ালিফায়ার―২ | রাত সাড়ে ৯টা |
| ৯ ফেব্রুয়ারি | ফাইনাল | সন্ধ্যা সাড়ে ৭টা |
উল্লেখ্য, ২০২৩ সালে মাঠে গড়ায় এসএ টোয়েন্টির প্রথম আসর। সেই আসরে ফাইনালে উঠেছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ ও প্রিটোরিয়া ক্যাপিটালস। তবে প্রিটোরিয়াকে হারিয়ে প্রথম আসরের শিরোপা ঘরে তোলে সানরাইজার্স ইস্টার্ন কেপ। আর আসরটির বর্তমান চ্যাম্পিয়নও সানরাইজার্স ইস্টার্ন কেপ। ২০২৪ আসরের ফাইনালে ডারবান সুপার জায়ান্টসকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলে সানরাইজার্স ইস্টার্ন কেপ।
ক্রিফোস্পোর্টস/৮জানুয়ারি২৫/বিটি