
গতকাল (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশ শোচনীয়ভাবে পরাজিত হয়। শ্রীলঙ্কার বিপক্ষে সাজানো একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। একাদশ আরও ভালো হতে পারতো বলে ফেসবুক পোস্ট করেন রুবেল।
এশিয়া কাপের চলতি আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। গতকাল বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ জিতলে বাংলাদেশ যেত ফাইনালে। তবে বাংলাদেশের সে প্রত্যাশা অপূর্ণ রয়ে গেল। আজ সুপার ফোরের শেষ ম্যাচ, অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে লিটনের দল।
শ্রীলঙ্কার বিপক্ষে থাকা একাদশে ভারতের বিপক্ষে আনা হয়েছে চার পরিবর্তন। অধিনায়ক লিটন কুমার দাসের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন পারভেজ হাসান ইমন, শেখ মেহেদীর পরিবর্তে রিয়াদ হোসাইন, তাসকিন আহমেদের জায়গায় সাইফুদ্দিন, শরিফুলের জায়গা পূরণ করেছেন তানজিদ হাসান সাকিব।
একাদশে এমন বড় পরিবর্তনে হতাশ হয়েছেন সাবেক পেসার রুবেল হোসেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে নিজের খুশি হতে না পারা নিয়ে লেখেন, ‘আজকের ইলেভেন দেখে খুশি হতে পারলাম না।’
একাদশে এমন পরিবর্তন হয়তো ঠিক আছে তবে চাইলে আরও ভালোভাবে দল সাজানো যেত বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার। তিনি আরও লেখেন, ‘টিম নির্বাচনে হয়তো যুক্তি আছে, কিন্তু আমার মনে হচ্ছে আরেকটু ভালো কম্বিনেশন করা যেত।’
শিরোপা জয়ের আকাঙ্ক্ষা যেন বাংলাদেশের পূরণ হচ্ছেই না। এমন অবস্থায় একাদশে এমন পরিবর্তন ঝুঁকিপূর্ণ, যার ফলে হয়তো রুবেলের এমন হতাশাজনক পোস্ট।
ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৫/এনজি
