জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলমের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে নারী ক্রিকেট নিয়ে। এবারে অসদাচরণ নিয়ে মুখ খুললেন বিসিবির ইতিহাসে প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া রুমাবা দৌলা।
দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেওয়া বক্তব্যে রুবাবা নিজের অনুভূতি, লক্ষ্য ও নারী ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথা জানান দিয়েছেন।
দায়িত্ব পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রুবাবা বলেন, ‘আমি আপনাদের সামনে আসতে পেরে খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। আমার লক্ষ্য থাকবে দেশের ক্রিকেটের মানকে আরো উন্নত করা এবং সবাই মিলে এগিয়ে যাওয়া।’
রুবাবা আরো বলেন, ‘আমি এখানে কেবল একজন বিসিবি পরিচালক হিসেবে নয় বরং একজন নারী হিসেবেও দাঁড়িয়ে আছি। দেশের প্রেক্ষাপটে নারীরা অনেক দূর এগিয়েছে, আমরা সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে চাই। ‘
নারী ক্রিকেটারদের প্রতি অসদচারণের বিষয়ে রুবাবা নিজের অবস্থান স্পষ্ট জানান দিয়ে বলেন, ‘আমি নারী ক্রিকেটারদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই। যেকোনো ধরনের অসদাচারণের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে জিরো টলারেন্স।’
২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপ চলাকালে দলের কয়েকজন কর্মকর্তার দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন জাহানারা আলম। সে সময় দলের নির্বাচক ও ম্যানেজারের দায়িত্বে থাকা মঞ্জুরুল ইসলামসহ একাধিক কর্মকর্তা তার ও তার সতীর্থদের সাথে ‘অশোভন আচরণ’ করেছেন বলে দাবি করেন জাহানারা।
জাহানারার দাবি, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে মঞ্জুরুল ইসলাম প্রায়ই খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার নামে শারীরিকভাবে স্পর্শ করতেন, এমনকি আলিঙ্গন বা বুকে টেনে ধরতেন।
জাহানারার এই বক্তব্যের পর চাঞ্চল্য তৈরি হয় দেশের নারী ক্রিকেট নিয়ে। জাতীয় দলের সাবেক এবং বর্তমান অনেক ক্রিকেটার এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিচার নিশ্চিত করার কথা বলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে নিন্দা।
জাহানারার অভিযোগের তদন্তে শনিবার তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি। তবে শুধু কমিটি গঠনই যথেষ্ট নয় বলে মনে করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে কমিটিতে যৌন হয়রানি তদন্তে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন অন্তত দুজন স্বতন্ত্র বিশেষজ্ঞকে যুক্ত করার দাবিও জানিয়েছে।
তবে, বর্তমানে চীনে অবস্থান করা ৪৬ বছর বয়সী মানজুরুল ইসলাম অভিযোগগুলো সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবই মিথ্যা, দলের অন্যান্য মেয়েদেরও জিজ্ঞেস করতে পারেন।’
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/এআই