Connect with us
ক্রিকেট

আনুষ্ঠানিকভাবে রুবাবার বিসিবি যাত্রা শুরু হচ্ছে আজ

রুবাবা দৌলা
রুবাবা দৌলা। ছবি: সংগৃহীত

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা। বিষয়টি নিয়ে আগেই আলোচনা ছিল, এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। এনএসসি প্রজ্ঞাপন জারি করে নিশ্চিত করেছে বিসিবি পরিচালনা পর্ষদে যোগ দিচ্ছেন এই কর্পোরেট ব্যক্তিত্ব।

সবশেষ বিসিবি নির্বাচনে এনএসসি থেকে পরিচালক পদে মনোনয়ন পেয়েছিলেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তবে নির্বাচন ঘিরে শুরু হয় বিতর্ক। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, ইসফাক আহসান ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। সেই অভিযোগের পর থেকেই তাঁর বিসিবি পরিচালক পদ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

তবে এর মধ্যেই নির্বাচনের পরেরদিন এনএসসি কোটায় পরিচালকের দায়িত্ব পান রুবাবা দৌলা। গণমাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবুও বাকি ছিল জাতীয় ক্রীড়া পরিষদের আনুষ্ঠানিক অনুমোদন। প্রায় এক মাস পর তা প্রকাশিত হলো।



এনএসসি কর্তৃক জানানো হয়, ইসফাক আহসান পদত্যাগপত্র জমা দেওয়ার পর তাঁর জায়গায় পরিচালক করা হয়েছে রুবাবাকে। এর মধ্য দিয়ে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ এখন পূর্ণাঙ্গ হলো।

ক্রীড়া জগতে রুবাবা দৌলার অভিজ্ঞতা নতুন নয়। এর আগে তিনি দীর্ঘ ছয় বছর বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

তবে ক্রিকেট প্রশাসনে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক পদ। আজ বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, “রুবাবা দৌলা আজকের সভায় যোগ দিতে পারেন। তবে সবকিছু নির্ভর করছে শেষ মুহূর্তের সময়সূচির ওপর।”

এদিকে রুবাবা দৌলার যোগদানের মাধ্যমে বিসিবির নীতিনির্ধারণী পর্ষদে নতুন এক কর্পোরেট অভিজ্ঞতার সংযোজন ঘটতে যাচ্ছে। বোর্ডের ভেতরেও অনেকেই মনে করছেন, তাঁর অভিজ্ঞতা বিসিবির উন্নয়ন পরিকল্পনায় নতুন দিক খুলে দিতে পারে।

ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট