
টেস্ট ক্রিকেটে আরো একটি কীর্তিতে নাম লেখালেন ইংলিশ তারকা ব্যাটার জো রুট। প্রথম ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। চলমান ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ ম্যাচে এসে এই অনন্য কীর্তি গড়লেন এই তারকা ব্যাটার।
রোববার (৩ আগস্ট) ওভাল টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ হাজার রান পূর্ণ করেন রুট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে এই কীর্তি গড়তে রুটের প্রয়োজন ছিল মাত্র ২৫ রান। ইনিংসের ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে ২৮ রানে পৌঁছান তিনি। আর তাতেই পৌঁছে যান ৬ হাজারের ক্লাবে৷
টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি ছিল রুটের ৬৯তম ম্যাচ। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় রুটের আশপাশেও নেই কেউ। রুটের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এখনো ৫ হাজার রানের মাইলফলকও স্পর্শ করতে পারেননি কেউ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্টিভ স্মিথের রান ৪ হাজার ২৭৮। এই রান করতে ৫৫ ম্যাচ খেলতে হয়েছে এই অভিজ্ঞ অজি তারকাকে।
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়া অন্য দলের কোনো ব্যাটার নেই। তালিকার তিনে আছেন আরেক অজি ব্যাটার মারনাস লাবুশেন। ৫৩ ম্যাচে ৪ হাজার ২২৫ রান করেছেন তিনি। চারে অবস্থান করছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এছাড়া পাঁচে আছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রাভিস হেড। ৫২ ম্যাচে ৩ হাজার ৩০০ রান করেছেন এই বাহাতি ব্যাটার।
প্রসঙ্গত, চলমান ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী ওভাল জয় কিংবা ড্র পেলেই সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের। আর হেরে গেলে ২-২ ব্যবধানে ড্র হবে সিরিজটি। তবে দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া ৩৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের পথেই আছে স্বাগতিকরা।
ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৫/বিটি
