
ক্রিস্টিয়ানো রোনালদোর দেখানো পথেই এগিয়ে চলেছে তার পুত্র রোনালদো জুনিয়র। কিছুদিন আগেই পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক ঘটেছে এই তারকা পুত্রের। এবার দুর্দান্ত পারফরমেন্সে দেশের জার্সিতে প্রথম শিরোপা জিতে নিজের জাত চেনালেন তিনি।
কেবল বাবার নামের সুবাদেই যে খেলার সুযোগ পাচ্ছেন, তেমনটা মনে করার কোন কারন নেই। কেননা যেখানেই যাচ্ছেন, ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে চলেছেন রোনালদো জুনিয়র। গতকাল ভলতাকো মার্কোভিচ আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছেন তিনি।

রোনালদো জুনিয়র।
ক্রোয়েশিয়ার জাগরেবে অনুষ্ঠিত এই যুব টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদেরই ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। যেখানে দলের হয়ে প্রথম দুটি গোল করেন রোনালদো জুনিয়র ও অপরটি করেছেন কাবরাল। আর ক্রোয়েশিয়ার হয়ে স্কোর করেন কালিতা ও জোকা।
ইউরোপের এই বয়স ভিত্তিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। যেখানে দুর্দান্ত পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রোনালদো জুনিয়র। ম্যাচের ১৩তম মিনিটে এদিন দলকে লিড এনে দেন। বক্সের বামপ্রান্তে বাই লাইনের কাছ থেকে আড়াআড়ি জোরালো সাথে জালে বল জড়ান তিনি।
আরও পড়ুন:
» প্লে-অফ নিশ্চিত করতে মুস্তাফিজের দিল্লির সামনে কঠিন সমীকরণ
» অভিষেকে মলিন সাকিব, তবুও জয় নিয়ে প্লে-অফে লাহোর
গোল করে মাঠেই বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর মত সিইউ সেলিব্রেশন করতে দেখা যায় তার পুরো দলকে। এরপর ম্যাচের ৪৩তম মিনিটে আরো এক গোলের দেখা পান রোনালদো জুনিয়র। শেষ পর্যন্ত ২-২ গোলে সমতায় থাকা ম্যাচের ৭৮ মিনিটে গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন কাবরাল।
উল্লেখ্য, পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল ছাড়াও আল নাসরের যুব ক্লাবে খেলছেন রোনালদোপুত্র। বাবার দেখানো পথেই এখন পর্যন্ত এগিয়ে চলেছেন এই সম্ভাবনাময়ী ফুটবলার। হয়তো রোনালদো ভক্তরাও আশা করবেন তার ছেলের মাধ্যমে প্রিয় তারকার স্মৃতি দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/এফএএস
