
বড় ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ক্রিস্টিয়ানো রোনালদোর। ছেলের সঙ্গে খেলতে চান তিনি। বাবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আরও একধাপ এগিয়ে গেলেন রোনালদো জুনিয়র। ডাক পেলেন পর্তুগাল অনূর্ধ্ব-১৬ ফুটবল দলে।
রোনালদোর বয়স চলছে ৪০ বছর। ফিটনেস অনুযায়ী আরও দুই থেকে তিন বছর অনায়াসে খেলতে পারবেন তিনি। এরই মধ্যে তাঁর ছেলে যদি কোনো ক্লাব বা জাতীয় দলে সুযোগ পান, তাহলে পূরণ হবে ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্ন।
বড় ছেলের সঙ্গে খেলার স্বপ্নের কথা প্রকাশ করে বছরের শুরুতে রোনালদো বলেছিলেন, “আমি আমার ১৪ বছর বয়সী ছেলের সঙ্গে খেলতে চাই। দেখা যাক কী হয়। এটা আমার চেয়ে তার ওপর বেশি নির্ভর করছে।”
বর্তমানে আল নাসরের বয়সভিত্তিক দলে খেলছেন রোনালদো জুনিয়র। বয়সভিত্তিক দলের হয়ে চার ম্যাচে গোল করেছেন রোনালদোর ছেলে। চলতি বছরের শুরুর দিকে ডাক পেয়েছিলেন পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে। এবার আরও একধাপ এগিয়ে অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র। তুরস্কের ফেডারেল কাপকে সামনে রেখে গতকাল দল ঘোষণা করা হয়েছে। দলটির কোচ ফিলিপো রামোস ২২ সদস্যের দলে রেখেছেন রোনালদো জুনিয়রকে। টুর্নামেন্টটি চলবে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। বয়সভিত্তিক এই জাতীয় দলে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন রোনালদো জুনিয়র।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে থাকছে তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ড।
অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ক্রোয়েশিয়ার একটি টুর্নামেন্টে দলকে শিরোপা জেতান রোনালদো জুনিয়র। সম্ভবত অনূর্ধ্ব-১৫ দলে ভালো পারফরম্যান্সের ভিত্তিতেই অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন রোনালদো জুনিয়র।
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/এনজি
