Connect with us
ফুটবল

২০২৫ সালের আগস্টে রোনালদোর যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি

Ronaldo's full schedule for August 2025
আগস্টে আল নাসরের হয়ে নতুন মৌসুম শুরু করবেন রোনালদো। ছবি- সংগৃহীত

ভুলে যাওয়ার মতো এক মৌসুম কাটিয়েছে আল নাসের৷ আরও একবার শিরোপাহীন মৌসুম কাটালো সৌদি প্রো লিগের ক্লাবটি৷ অবশ্য দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজের কাজটা ঠিকই করছেন। মৌসুমজুড়ে আল নাসরের হয়ে গোল করেছেন ৩৩টি। করিয়েছেন আরও ৪টি। এর মধ্যে সৌদি প্রো লিগে ৩০ ম্যাচে করেছেন ২৫ গোল ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৮ গোল। সবমিলিয়ে মৌসুমটা দারুণই কেটেছে রোনালদোর, তবে ব্যতিক্রম ছিল ক্লাব।

সৌদি প্রো লিগের ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে আল নাসের। ২১ জয়, ৭ ড্র ও ৬ হারে পয়েন্ট টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করে ক্লাবটি। সমান সংখ্যক ম্যাচ খেলে ৮৩ ও ৭৫ পয়েন্ট নিয়ে এক ও দুয়ে থেকে আল ইত্তিহাদ এবং আল হিলাল মৌসুম শেষ করেছে।

এর আগে গত মাসে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জাপানি ক্লাব কাওয়াসাকির কাছে ৩-২ গোলে হেরে বাদ পড়ে যায় আল নাসের। নতুন মৌসুমে অবশ্য ঘুরে দাঁড়াতে চাইবে ক্লাবটি। এরই মধ্যে তারা দলে ভিড়িয়েছে রোনালদোর জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্সকে।

আরও পড়ুন:

» ২০২৫ সালের আগস্টে নেইমারদের যত খেলা

» ২০২৫ সালের আগস্টে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা 

নতুন মৌসুমকে সামনে রেখে রোনালদোর সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছে আল নাসের৷ অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত সৌদি আরবেই থাকবেন রোনালদো।

একনজরে ২০২৫ সালের আগস্টে রোনালদোর যত খেলা

তারিখ দল  প্রতিযোগিতা
৩১ জুলাই আল নাসের-তুলুজ  প্রীতিম্যাচ
১৯ আগস্ট  আল নাসের-আল ইত্তিহাদ  সুপার কাপ
২১ সেপ্টেম্বর  আল নাসের-জেদ্দা কিংস কাপ

নতুন চুক্তিতে রোনালদো আল নাসরের কাছ থেকে বছরে ৪৬.৮০ কোটি মার্কিন ডলার পাবেন। দুই বছরে পাবেন ৯৩.৬০ কোটি। বাংলাদেশি টাকায় প্রতি সেকেন্ডে ১৮৩৩ টাকা, প্রতি মিনিটে ১ লাখ ৯ হাজার, প্রতি ঘণ্টায় ৬৫ লাখ ৫৯ হাজার এবং প্রতি দিনে ১৫৭৪ কোটি টাকা আয় করবেন রোনালদো। যা প্রতি মাসে ৪৭৬ কোটি ৭১ লাখ এবং প্রতিবছরের ক্ষেত্রে ৫৭২০ কোটি টাকার বেশি হবে। অবশ্য এ অর্থ শুধুই বেতন, নাকি অন্যান্য সুযোগ-সুবিধাসহ, তা স্পষ্ট করা হয়নি।

অবশ্য রোনালদোর জন্য এতো অর্থ খরচ করারই কথা। ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত ১১১ ম্যাচে ৯৯টি গোল করেছেন এই পর্তুগিজ তারকা। শুধু তাই নয়, ২৫ গোল করে লিগের সেরা গোলদাতাও হয়েছেন রোনালদো।

ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল