Connect with us
ফুটবল

ফিফা থেকে সুসংবাদ পেল রোনালদোর আল-নাসর

AL-Nassr
আল নাসর। ছবি: সংগৃহীত

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা থেকে স্বস্তির খবর পেল রোনালদোর আল নাসর। ক্লাবটিকে ফুটবলার নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। তবে এবার সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলছে সৌদি প্রো লিগের অন্যতম সেরা এই ক্লাবটির।

প্রায় আড়াই বছর পর আল নাসরের উপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিয়েছে ফিফা, সাথে চলমান মামলা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণাও করা হয়েছে। খেলোয়াড়ের ট্রান্সফারের সঙ্গে সম্পর্কিত বিষয়ে একটি পুরোনো আর্থিক ঝামেলায় জড়িয়ে ফিফার শাস্তির মুখোমুখি হয়েছিল ক্লাবটি।

সৌদি আরবের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অগাস্টে ম্যানচেস্টার সিটি থেকে আইমেরিক লাপোর্তকে দলে নেওয়ার চুক্তির অংশ হিসেবে ঠিকমতো অর্থ পরিশোধ না করায় আল নাসরকে শাস্তি দিয়েছিল ফিফা, চলেছে মামলাও।



আল নাসরের কাছ থেকে ২০২৫ সালের ৩১ অগাস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির ৯০ লাখ ইউরো পাওয়ার কথা ছিল। সেটা নির্ধারিত সময়ে পরিশোধ না করায় আল নাসরকে বিদেশী খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা।

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার কয়েক মাস পর, ২০২৩ সালের জুলাই মাসেও ক্লাবটিকে একইরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ফিফার এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন দলে খেলোয়াড় ভেড়াতে আর কোনো বাধা থাকল না রোনালদোর ক্লাবের।

২০২৫–২৬ মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তে আগামীকাল রাতে ইরাকের ক্লাব আল জাওরা এসসির মুখোমুখি হবে আল নাসর। তবে এই ম্যাচে খেলবনে না পর্তুগিজ মহাতারকা রোনালদো। আগামী ২৭ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল ওখদুদের বিপক্ষে দেখা যেতে পারে পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ীকে।

চলতি মৌসুমে লিগে ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাস্‌র। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে তারা। লিগে এখন পর্যন্ত ১০ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় দুইয়ে আছেন রোনালদো। ‘সিআর সেভেন’ থেকে এক গোল বেশি করেছেন জাতীয় দল ও ক্লাবের সতীর্থ হোয়াও ফেলিক্স।

ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল