Connect with us
ফুটবল

আল-নাসরে ফুটবল যাত্রা সমাপ্তির ইঙ্গিত দিলেন রোনালদো!

Cristiano Ronalo in Al Nassr
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- রোনালদো

ইউরোপের পাঠ চুকিয়ে প্রায় তিন বছর আগেই এশিয়ান ফুটবলে পাড়ি জমিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে নিজেকে মেলে ধরার চেষ্টা চালিয়েছেন এই পর্তুগিজ তারকা। এবার এই ক্লাব থেকে নিজের যাত্রা সমাপ্তির ইঙ্গির দিলেন তিনি।

গতকাল সোমবার রাতে নাসরের হয়ে সৌদি প্রো-লিগের এবারের আসরে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো। যেখানে তিনি গোলের দেখা পেলেও তার দল আল ফাতেহর কাছে পরাজিত হয়েছে ৩-২ গোলে। আর এতে করে শেষ হয়ে গেছে এই এএফসি এশিয়ান কাপে আল-নাসরের জেলার সুযোগ।

ম্যাচ শেষেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে রহস্যময় এক ইঙ্গিত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যেখানে দেখা যায় আল-নাসরের জার্সিতে দাঁড়িয়ে আছেন তিনি। আর সেই ছবির ক্যাপশনে লেখা, ‘এই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। গল্প? এখনও লেখা হচ্ছে। সবাইকে কৃতজ্ঞতা।’


আরও পড়ুন:

» রিশাদদের পিএসএল অভিজ্ঞতা পাকিস্তানে কাজে লাগাতে চান সিমন্স

» বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচসহ আজকের খেলা (২৭ মে ২৫)


 

রোনালদোর এমন পোস্টের পর অনেকেই মেলানোর চেষ্টা করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কথা। সম্প্রতি তিনি নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন ক্লাব ফুটবল বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখার। আর যেহেতু আল-নাসর ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি, ফিফা সভাপতি মনে করেন ভিন্ন অনেক ক্লাব রোনালদোকে দলে নিতে আগ্রহী হবে।

এদিকে আগামী জুনেই আল-নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ক্রিস্টিয়ানো রোনালদোর। আর ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে চলবে মাসব্যাপী ক্লাব বিশ্বকাপের টুর্নামেন্ট। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ভিন্ন কোন ক্লাব রোনালদোকে দলে নিতে আগ্রহী হবে কিনা, তা সময়ই বলে দেবে। তবে রোনালদোর এই পোস্ট নিঃসন্দেহে কিছু একটা বার্তা দিয়ে গেছে।

ক্রিফোস্পোর্টস/২৭মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল