এক হাজার ৩০০তম ম্যাচটাকে মনে রাখার মতো করেই রাঙালেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুতে না নামলেও বিরতির পর ফিরেই জোড়া গোল করে দলকে জেতালেন। পাশাপাশি সৌদি প্রো লিগে আল নাসরের শতভাগ জয়ের ধারাও অটুট রাখলেন পর্তুগিজ মহাতারকা।
শনিবার ঘরের মাঠে আল ওখদুদকে ৩–০ গোলে হারায় আল নাসর। ম্যাচটির বিশেষত্ব ছিল রোনালদোর ব্যক্তিগত মাইলফলক। পেশাদার ফুটবলে ২৩ বছরের ক্যারিয়ারে এটি ছিল তার ১ হাজার ৩০০তম ম্যাচ। প্রতিযোগিতামূলক ফুটবলে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল দুজন খেলোয়াড়। একজন ইংল্যান্ডের সাবেক গোলকিপার পিটার শিল্টন এবং আরেকজন হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় ফাবিও।
এদিকে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। ৩১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে দলকে এগিয়ে দেন রোনালদো। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে কাছ থেকে গোল ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স গোল করলে ব্যবধান আরও বেড়ে যায়। আর এর মধ্য দিয়েই নিশ্চিত হয় আল নাসরের বড় জয়।
এদিকে হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন রোনালদো। একবার বল জালে পাঠান তিনি। কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল বলে ঘোষণা হয়। তবু দুই গোল করে ম্যাচের নায়ক ছিলেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এই দুই গোল নিয়ে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়াল ৯৫৬-এ। চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল এখন ৪০টি। সৌদি প্রো লিগে ১০ ম্যাচে ১২ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন তিনি, সমান গোল করেছেন জোয়াও ফেলিক্সও।
এদিকে এই জয়ে আরেকটি ইতিহাস গড়েছে আল নাসর। সৌদি প্রো লিগে প্রথম দল হিসেবে আসরের প্রথম ১০ ম্যাচেই জয়ের কীর্তি গড়ল তারা। এর আগে ২০১৮–১৯ মৌসুমে আল হিলাল টানা ৯ ম্যাচ জিতেছিল। এখন আল হিলালের রেকর্ড ভেঙে তারা এই নতুন কীর্তি গড়লো।
এই জয়ের মধ্য দিয়ে ১০ ম্যাচে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল।
ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৫/টিএ
