সৌদি প্রো লিগে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখে আল-খালিজকে ৪–১ গোলে হারিয়েছে রোনালদোর ক্লাব আল-নাসর। ৪-১ ব্যবধানে জিতলেও ম্যাচের শেষ দিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেওয়া বাইসাইকেল কিকই ছিল সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত। ৪০ বছর বয়সেও শট নেওয়ার সময় তাঁর নিয়ন্ত্রণ আর শারীরিক প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে এখনো তিনি ফুরিয়ে যাননি।
রিয়াদের আল-আওয়াল পার্কে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে আল-নাসর। ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের কাছাকাছি চলে গিয়েছিল দলটি। জোয়া ফেলিক্সের পাস থেকে রোনালদো দূরপাল্লার শট নিলেও তা গোল পোস্টের বাইরে চলে যায়। ফলে ১৬ মিনিটে ছয় গোল পোস্টের ৬ গজ দূরত্বে বল পেয়েও গোল মিস করেন তিনি। আল-খালিজের গোলরক্ষক অ্যান্থনি মরিসের দারুণ সেভে সে যাত্রায় বেঁচে যায় তারা।
ম্যাচের ৩৩ মিনিটে গোল করে বসেন ফেলিক্স। তবে তার গোলটি ভিএআরে বাতিল করা হয় হাতে বল লাগার কারণে। তবে এই গোল বাতিল হলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ফেলিক্সের। মাত্র তিন মিনিট পরই অ্যাঞ্জেলোর ক্রস ধরে তিনি গোল করেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। কিছুক্ষণ পরেই ওয়েসলি গোল করে ব্যবধান বাড়ান।
দ্বিতীয়ার্ধের শুরুতে আল-খালিজের মুরাদ আল হাওসাওয়ির শটে ব্যবধান কমে। তবে খুব দ্রুত ম্যাচের গতি ফিরে পায় আল-নাসর। ৬৫ মিনিটে সাদিও মানের দারুণ শটে আবারও দুই গোলের লিড নেয় দলটি।
তবে এরপর ম্যাচের গতিপথ বদলে যায় ডিমিট্রিওস কুর্বেলিসের ফাউল করার মধ্য দিয়ে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে দশ জন নিয়ে খেলতে থাকা আল-খালিজ ম্যাচে আর ঘুরে দাড়াতে পারেনি।
তবে ৭৮ মিনিটের দিকে আসে ম্যাচের সেরা মুহূর্ত। নাওয়াজ বুশালির ক্রস ধরে আগে থেকেই জায়গা নিয়ে ঘুরেই বাইসাইকেল কিকে গোল করেন রোনালদো। ৪০ বছর বয়সে এসেও এত নিখুঁত টাইমিং আর দক্ষতা দর্শকদের মুগ্ধ করে। এটি প্রমাণ করে বুড়ো হলেও ফুরিয়ে যাননি রোনালদো।
এই জয়ের মধ্য দিয়ে লিগে টানা নয় ম্যাচ জিতল আল-নাসর। রোনালদো ও ফেলিক্স লিগে দুজনেই নিজেদের গোল সংখ্যা ১০–এ পৌঁছেছেন। তবে আল নাসরের সাফল্যের বড় অংশ জুড়েই রয়েছেন রোনালদো, ফেলিক্স ও সাদিও মানে।
ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/টিএ