Connect with us
ফুটবল

ক্লাব ক্যারিয়ারের ৮০০ তম গোল করলেন রোনালদো

ক্রিশ্চিয়ান রোনালদো
ক্রিশ্চিয়ান রোনালদো। ছবি: সংগৃহীত

৪০ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদোর পায়ের জাদু আগের মতোই রয়েছে। শনিবার রাতে সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে দুর্দান্ত এক গোল করে নতুন ইতিহাস গড়লেন পর্তুগিজ এই তারকা। এটি ছিল তার ক্লাব ক্যারিয়ারের ৮০০তম গোল।

রিয়াদে আল নাসরের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তার দল জিতেছে ৫-১ গোলে। যদিও রোনালদো মিস করেছেন একটি পেনাল্টি, কিন্তু এক মিনিট পরেই সেই আক্ষেপ মুছে দিয়েছেন দুর্দান্ত এক গোলে। গোল হওয়া মাত্রউ পুরো স্টেডিয়াম জুড়ে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। ম্যাচ শেষে রোনালদো নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, “সাফল্য কোনো দুর্ঘটনা নয়।”

ম্যাচের শুরুটা আল নাসরের জন্য দারুণ ছিল। ১৩ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় দল। বিরতির পর দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে সফিয়ান বেনদেবকা গোল করে আল ফাতেহকে সমতায় ফেরান। কিন্তু বেশিক্ষণ তা টিকতে দেয়নি আল নাসর। ৬০ মিনিটের সময় থেকে বল পেয়ে রোনালদো ভেতরে ঢুকে জোরালো শট দেন। সেটিই হলো রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ৮০০তম গোল।



এরপর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় আল নাসর। ৬৮ মিনিটে ফেলিক্স করেন তার দ্বিতীয় গোল, ৭৫ মিনিটে কিংসলে কোমান ব্যবধান বাড়ান ৪-১ এ। শেষদিকে আবারও গোল করেন হ্যাট্রিক সম্পন্ন করেন তিনি। ৮০ মিনিটে তার দেওয়া গোলেই ৫-১ ব্যবধান নিশ্চিত হয়।

এই জয়ে লিগের শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে আল নাসর। অন্যদিকে, রোনালদোর ব্যক্তিগত পরিসংখ্যান আরও সমৃদ্ধ হলো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন তার গোলসংখ্যা ৯৪৯। এর মধ্যে ৮০০টি ক্লাবের হয়ে, ১৪৯টি পর্তুগালের জার্সিতে।

৪০ বছর বয়সে দাঁড়িয়ে রোনালদো দেখাচ্ছেন পেশাদারিত্বের এক উদাহরণ। গোলের সামনে তার ক্ষুধা বা ধার এখনও আগের মতোই অটুট। নতুন এই মাইলফলক শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রমাণ করে বয়স যতই বাড়ুক, রোনালদো এখনও বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল