ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু কে সেরা? এই প্রশ্ন নিয়ে। “কে সেরা”? ক্রিশ্চিয়ানো রোনালদো না লিওনেল মেসি এই বিতর্ক যেন শেষই হচ্ছে না। এক যুগ ধরে চলছে এই তুলনা, আর এই বিতর্কে নতুন করে মন্তব্য করে বসলেন রোনালদো নিজেই।
সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে সৌদি ক্লাব আল-নাসরের এই পর্তুগালের তারকা সরাসরি বলেন, তিনি মেসিকে নিজের চেয়ে ভালো মনে করেন না। তিনি বলেন, “মেসি আমার চেয়ে ভালো? আমি একমত নই। আমি বিনয়ী হতে চাই না।”
মরগান যখন তাকে সাবেক সতীর্থ ওয়েইন রুনির মন্তব্যের কথা মনে করিয়ে দেন যেখানে রুনি বলেছিলেন মেসিই সেরা তখন রোনালদো এ বিষয়ে উত্তর দেন যে , “এতে আমার কোনো সমস্যা নেই।”
৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, নিজের পারফরম্যান্সই যথেষ্ট প্রমাণ কেন তিনি ফুটবল ইতিহাসের সেরাদের একজন। “আমার গোল, ধারাবাহিকতা, পেশাদারিত্ব সবই নিজের হয়ে কথা বলে কেন আমি বিশ্বের সেরাদের একজন”
বর্তমানে তিনি হাজার গোলের মাইলফলকের কাছাকাছি। সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোল এখন ৯৫২টি। চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ১০ ম্যাচে করেছেন ৯ গোল, সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে আবারও আলোচনায় আসেন তিনি। তার দল আল নাসর সৌদি প্রো লিগের শীর্ষে অবস্থান করছে।
অন্যদিকে, রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। সেখানে চোট ও ব্যস্ত সূচির কারণে কিছুটা ছন্দহীন সময় পার করছেন এই আর্জেন্টাইন তারকা।
মেসি-রোনালদো বিতর্কে রুনির পুরনো মন্তব্যও আবার ঘুরে আসছে আলোচনায়। এক দশক আগে রুনি বলেছিলেন, “রোনালদো অসাধারণ, কিন্তু মেসিই আমার চোখে সেরা।” তবে পরের বছরই রুনি বলেন, মেসিকে পছন্দ করলেও রোনালদোর পেশাদার মনোভাব ও ধারাবাহিকতাকে তিনি গভীরভাবে শ্রদ্ধা করেন।
রোনালদোর সাম্প্রতিক মন্তব্যে সেই পুরনো বিতর্ক নতুন রূপে ফিরেছে। ভক্তদের মধ্যে আবারও শুরু হয়েছে পরিচিত তর্ক ‘গোট’ উপাধি কি মেসির, নাকি রোনালদোর? সেই বিতর্ক থাকলেও ইতিহাসের পাতায় দুইজনই সেরাদের তালিকায় থেকে যাবেন।
ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/টিএ