Connect with us
ফুটবল

জয়ের রাতে ১০০তম গোলে অবদানের মাইলফলক স্পর্শ রোনালদোর

Cristiano Ronaldo
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

ইউরোপের ফুটবল ছেড়ে বর্তমানে সৌদি লিগে খেলছেন অন্যতম তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি লিগের নতুন মৌসুমে এবার যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন এই পর্তুগিজ সুপারস্টার ও তার দল আল-নাসর। সৌদি প্রো-লিগে টানা অষ্টম ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। আর জয়ের রাতে আরও এক গোল করলেন রোনালদো।

গতকাল শনিবার (৮ নভেম্বর) রাতে নিওমকে ৩-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে নিজেদের প্রথম আট ম্যাচে টানা অষ্টম জয় তুলে নিয়েছে নাসর। জয়ের রাতে দলের হয়ে একটি করে গোল করেছেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল, জোয়াও ফেলিক্স ও ক্রিস্টিয়ানো রোনালদো। আর এই গোলের মাধ্যমেই সৌদি লিগে একশ গোলে অবদানের মাইলফলক স্পর্শ করেছেন এই পর্তুগিজ তারকা।

৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড সৌদি প্রো লিগে নতুন রেকর্ডের পাতায় নাম লেখালেন। যেখানে রোনালদোর ১০০তম গোল অবদানের মধ্যে থাকছে ৮৩ গোল ও ১৭ অ্যাসিস্ট। আর এতসব তিনি করেছেন মাত্র ৮৫ ম্যাচে। চলতি মৌসুমেই লিগে সাত ম্যাচ খেলে ধারাবাহিক ভাবে ৯ গোল করেছেন রোনালদো। সব মিলিয়ে ক্যারিয়ারে তার ৯৫৩ গোল।



এদিন ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল গোল শূণ্য ব্যবধানে। তবে বিরতি থেকে ফেরার দুই মিনিটেই ডেডলক ভাঙে আল নাসর। রোনালদোর নেয়া ফ্রি কিক মানব দেয়ালে লেগে ফিরে এলে ফিরতি শটে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। এরপর ৬৪ মিনিটে পেনাল্টি পেয়ে যায় নাসর। 

ফেলিক্সকে বক্সে ফাউল করায় ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এরপর ৮৪ মিনিটে আহমেদ জাবের গোল করে নিওমকে ম্যাচে ফেরান। কিন্তু ২ মিনিট পরেই জোয়াও ফেলিক্সের গোলে ফের ব্যবধান বাড়ায় নাসর। চলতি মৌসুমে লিগে ৭ ম্যাচে ১০ গোল করলেন রোনালদোর স্বদেশি এই পর্তুগিজ।

সৌদি প্রো লিগে টানা ৮ ম্যচের সব কয়টি জিতে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ৭ জয়ে পাওয়া ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল তাউন। নিওম ৮ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের সপ্তম স্থানে। আর সমান ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আল হিলাল। 

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল