
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলতে আল নাসর ভারতে আসলেও দলের সঙ্গে নেই রোনালদো। আজ ২২ অক্টোবর সৌদি ক্লাব আল নাসর এফসি গোয়ার বিপক্ষে ভারতের গোয়ার ফতোরদা স্টেডিয়ামে খেলতে নামবে। তবে রোনালদোকে দেখার স্বপ্ন পূরণ হচ্ছে না ভারতীয় সমর্থকদের।
সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে ভারতের ক্লাব এফসি গোয়ার ম্যাচ উপলক্ষে প্রিয় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে কাছ থেকে দেখার স্বপ্ন দেখছিলেন ভারতীয় সমর্থকরা। তবে দলের সঙ্গে ভারত আসছেন না রোনালদো।
সৌদির গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, রোনালদোর সঙ্গে আল নাসরের করা চুক্তিতে এক বিশেষ ধরনের ধারা রয়েছে। সেই ধারা অনুযায়ী, সৌদি আরবের বাইরের ম্যাচগুলোতে তিনি বিশ্রাম নিতে পারবেন। এই ধারার কারণেই ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শরীরের ওপর চাপ কমাতে বেছে বেছে ম্যাচ খেলছেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে আল নাসরের কোচ হোর্হে জেসুস বলেন, সবাই ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালোবাসে, তার অসংখ্য ভক্ত রয়েছে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সৌদি আরবের বাইরে ম্যাচ খেললে তাকে বিশ্রাম দেওয়া হবে। সবাই তাকে দেখতে চায়, কিন্তু দল হিসেবে আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হয়। তাই আমরা তাকে রিয়াদে রেখে দিয়েছি, যেন সে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে পারে।
সাম্প্রতিক দুই এএফসি ম্যাচেও দেখা যায়নি রোনালদোকে। রোনালদোর অনুপস্থিতিতেও দুই ম্যাচেই জয় পায় আল নাসর। একই গ্রুপে থাকায় এফসি গোয়া ও আল নাসরের মধ্যে দুটি হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে। একটি অনুষ্ঠিত হবে ভারতের গোয়ায় এবং আরেকটি সৌদির রিয়াদে। ধারণা করা যায়, রিয়াদের ম্যাচে খেলতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/এনজি
