ফুটবল বর্ষপঞ্জির শেষ প্রান্তে এসে ২০২৫ সালের সেরা পুরুষ ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে একটি প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে করা এই মূল্যায়নে জায়গা পেয়েছেন সময়ের সেরা ১০০ জন ফুটবলার। তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি বিষয়। বছরের সেরা ৫০ জনের তালিকাতেও নাম নেই পর্তুগাল ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে। চলতি বছর ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের পর এই র্যাংকিংয়েও প্রথম হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে বার্সেলোনার তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল এবং তৃতীয় স্থানে পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়া।
শীর্ষ দশে আরও আছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন, এরলিং হালান্ড, আশরাফ হাকিমি, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ ও পেদ্রি। ইউরোপীয় ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলনই মূলত এই তালিকায় ফুটে উঠেছে।
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থানও এবারও পিছিয়েছে। তিনি আছেন ৫১তম স্থানে, ফলে টানা কয়েক বছর ধরেই সেরা দশের বাইরে থাকলেন তিনি।
সবচেয়ে বড় চমক অবশ্য মেসিকে ঘিরে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এবার আছেন ৩৪তম স্থানে। ফলে সেরা ৩০ ফুটবলারের তালিকায় তার জায়গা হয়নি। সাম্প্রতিক কয়েক বছরে তার অবস্থান ধীরে ধীরে নিচের দিকে নামছে। ২০২২ সালে ছিলেন তালিকার শীর্ষে, ২০২৩ সালে দশম, ২০২৪ সালে ২৭তম আর এবার ৩৪তম।
ইন্টার মায়ামির হয়ে এমএলএস শিরোপা জেতা ও টানা দ্বিতীয়বার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেও এই অবস্থান পেয়েছেন মেসি। সংবাদমাধ্যমটির ব্যাখ্যা, তালিকাটি তৈরি করা হয়েছে নাম বা খ্যাতির ভিত্তিতে নয়, বরং পুরো বছরের মাঠের পারফরম্যান্স ও প্রভাব বিবেচনায় রেখে।
আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে সেরা হিসেবে টানা দ্বিতীয় বছর জায়গা করে নিয়েছেন লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের এই ফরোয়ার্ড রয়েছেন ২০তম স্থানে। তার পরের অবস্থানগুলোতে আছেন হুলিয়ান আলভারেজ (২৫), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (৩৫), এনজো ফার্নান্দেজ (৪৭), গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ (৭৮) এবং তরুণ নিকো পাস (৮৬)।
এই তালিকা তৈরিতে ভোট দিয়েছেন সাবেক ফুটবলার, কোচ ও ক্রীড়া সাংবাদিক মিলিয়ে ২১৯ জন বিচারক। প্রত্যেকে নিজেদের পছন্দের ৪০ জন খেলোয়াড় নির্বাচন করে পয়েন্ট দেন। পয়েন্ট সমান হলে ব্যক্তিগত ভোটসংখ্যা ও সর্বোচ্চ প্রাপ্ত ভোটকে টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হয়েছে।
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৫/টিএ
