
ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিশ্বের একজন অন্যতম নক্ষত্র। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে এখনো ছুটে চলেছেন এই পর্তুগিজ তারকা। প্রতিনিয়ত গড়ে চলেছে একের পর এক রেকর্ড। এবার নতুন এক ইতিহাস গড়লেন এই তারকা ফুটবলার। যা ফুটবল বিশ্বে এর আগে করতে পারেননি কেউ।
আন্তর্জাতিক ফুটবল কিংবা ক্লাব ফুটবল সবখানেই গোলের বিচারে সবার থেকে এগিয়েছিলেন রোনালদো। এবার ক্লাব ফুটবল ক্যারিয়ারে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। দ্বিতীয় অবস্থানে থাকা লিওনেল মেসির ক্লাব ক্যারিয়ারে গোল সংখ্যা ৭৪৯।
গতকাল সোমবার রাতে সৌদি প্রো-লিগের এবারের আসরে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন রোনালদো। যেখানে তিনি গোলের দেখা পেলেও তার দল আল ফাতেহর কাছে পরাজিত হয়েছে ৩-২ গোলে। তবে এদিন গোল করে ক্লাব ক্যারিয়ারে নতুন মাইলফলক স্পর্শের কীর্তি গড়েছেন রোনালদো।
আরও পড়ুন :
» আল-নাসরে ফুটবল যাত্রা সমাপ্তির ইঙ্গিত দিলেন রোনালদো!
» রিশাদদের পিএসএল অভিজ্ঞতা পাকিস্তানে কাজে লাগাতে চান সিমন্স
এছাড়াও সৌদি প্রো-লিগের এবারের আসরে সর্বোচ্চ ২৫ গোল করে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের গোল্ডেন বুট জিতে নিয়েছেন এই পর্তুগিজ তারকা। এর আগে গেল ২০২৩-২৪ মৌসুমে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ ৩৫ গোল করে এই গোল্ডেন বুট পুরস্কার জিতেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
উল্লেখ্য, ব্যক্তিগত সাফল্যের রাতে দলগতভাবে পরাজিত হয়েছেন রোনালদো এতে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারিয়েছে আল-নাসর। এমনকি ক্লাব ফুটবল বিশ্বকাপেও থাকছে না রোনালদোর দল। এদিকে আগামী জুনে নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার। এরপর নতুন কোন ক্লাবের জার্সিতে খেলবেন কিনা রোনালদো তা দেখার বিষয়।
ক্রিফোস্পোর্টস/২৭মে২৫/এফএএস
