Connect with us
ফুটবল

অবশেষে বিয়ে পিড়িতে বসতে চলেছেন রোনালদো

রোনালদো ও জর্জিনা। ছবি - সংগৃহীত

অনেক বছর ধরেই আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সাথে প্রেম করছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার দীর্ঘদিনের প্রেমকে বিয়েতে রূপান্তর করতে যাচ্ছেন তারা। জর্জিনার এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বিষটি সামনে আসে।

বাম হাতে ঝলমলে এক হিরের আংটি পরে ছবি পোস্ট করেছেন জর্জিনা। সেখানে তিনি লিখেছেন ‘Yes I do.’

জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসেছে, আংটির ঝলকানিতে স্বপ্ন রূপ নিল বাস্তবে।



২০১৬ সালে মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই প্রথম তাদের দেখা হয়। এরপর দীর্ঘ সময় ধরে তার এক সাথে রয়েছেন৷ তাদের ঘর আলো করে এসেছে দুই সন্তান৷ রোনালদো আগের তিন সন্তানের অভিভাবকও জর্জিনা। একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

বাগদান প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু, কবে এবং কোথায় হবে বিয়ে? এখন রোনালদো-জর্জিনার গল্পের নতুন অধ্যায় লেখা শুরু হয়ে গেছে। আর বিয়ের অনুষ্ঠানের অপেক্ষায় পুরো বিশ্ব।

ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল