Connect with us
ফুটবল

নিজের শেষ বিশ্বকাপ খেলার আভাস দিয়ে ফেললেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

এর আগে ২০২২ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর ধারণা করা হচ্ছিল ফুটবলের এই বিশ্বমঞ্চে আর কখনো দেখা যাবে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে বয়স বাড়লেও থেমে থাকেননি এই পর্তুগিজ তারকা। নিজেকে ধরে রেখে এখন পর্যন্ত দিব্যি খেলে চলেছেন তিনি। কিন্তু এবার জানিয়ে দিলেন ২০২৬ ফিফা বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইএফই-এর তথ্য অনুযায়ী সাংবাদিকের এক প্রশ্নের জবাবে নিজের বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করার দ্বারপ্রান্তে রোনালদো। ২০২৬ বিশ্বকাপ কি তার শেষ বিশ্বকাপ হতে চলেছে কিনা এমন প্রশ্নের জবাবে এই পর্তুগিজ তারকা বলেন, ‘অবশ্যই। কারণ তখন আমার বয়স হবে ৪১, আর আমার মনে হয় এই দুর্দান্ত প্রতিযোগিতায়, আমি জানি না… যেমনটা বলেছি, আমি এই মুহূর্তটি উপভোগ করছি।’

অবশ্য বিষয়টি আগে থেকেই ধারণা করা হচ্ছিল। কেননা তার পরবর্তীতে পর্তুগালের ঘরের মাঠে যখন ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, তখন রোনালদোর বয়স গিয়ে ঠেকবে ৪৫ বছরে। আর এই বয়সে তিনি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলবেন, সেটা অনেকটাই বাস্তবসম্মত নয়। তবে নামটা যেহেতু রোনালদোর, তাই বয়সের পরিসংখ্যানে ভরসা করতে পারেননি অনেকেই।



এর আগে সাংবাদিক পিয়ার্স মরগানের প্রশ্নের উত্তরে রোনালদো বলেছিলেন, শিগগিরই নিজের অবসরে যাওয়ার কথা। তবে বিষয়টি তার জন্য মোটেও সহজ হবে না বলেও জানান এই পর্তুগিজ তারকা। কিন্তু ফুটবল ছাড়ার পর নিজের ও পরিবারকে সময় দেওয়ার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে মানসিকভাবে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন রোনালদো।

অবশ্য এর আগে নিজের স্বপ্নের কথা জানিয়েছিলেন এই পর্তুগিজ তারকা। যেখানে তিনি একাধিকবার বলেছিলেন ফুটবল ক্যারিয়ারে হাজার গোল স্পর্শ করার কথা। সেই পথে এখনো ৪৭ গোলে পিছিয়ে আছেন এই তারকা ফুটবলার। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবেন রোনালদো তা দেখার আশায় থাকবে গোটা ফুটবল বিশ্ব। তবে বিশ্বমঞ্চে হয়তো এবারই তার শেষবার।

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল