Connect with us
ফুটবল

এবারও পারলেন না রোনালদো, বাড়ল অপেক্ষা

Ronaldo
রোনালদো। ছবি- সংগৃহীত

শেষ মুহূর্তে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর সেই ব্যর্থতায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হলো তার দল আল নাস্‌রকে।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ৩-২ গোলে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্তালে।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় সৌদি ক্লাব আল নাস্‌র। তবে বারবারই ব্যর্থ হয়েছে গোলের শেষ ছোঁয়ায়। দশম মিনিটেই ফ্রন্তালেকে এগিয়ে দেন তাতসুয়ে তার দারুণ এক ভলির মাধ্যমে। ২৮তম মিনিটে সমতা ফেরান সাদিও মানে।

মাত্র ছয় মিনিট পরেই এগিয়ে যেতে পারত আল নাস্‌র। কিন্তু রোনালদোর একটি হেড ক্রসবারে লেগে বাইরে চলে যায়। ৪১তম মিনিটে ফের এগিয়ে যায় ফ্রন্তালে, গোলটি করেন ইউতো ওজেকি। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ব্যবধান ৩-১ করে জাপানি ক্লাবটি, গোলদাতা আকিহিরো।


আরও পড়ুন:

»পিএসএলে লাহোর-কোয়েটা ম্যাচ সহ আজকের খেলা(১ লা মে ২০২৫)

»চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলে বড় লাফ পাঞ্জাবের


 

নির্ধারিত সময়ের তিন মিনিট আগে আল নাস্‌রের হয়ে আশার আলো জ্বালান আইমান ইয়াহইয়া। এরপর যোগ করা সময়ে আসে সেই কাঙ্ক্ষিত সুযোগ—বক্সের ঠিক সামনে ফাঁকা পোস্ট পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন রোনালদো। হতাশায় আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

এই হারের ফলে আরও দীর্ঘ হলো আল নাস্‌র অধ্যায়ে রোনালদোর শিরোপা খরা। সৌদি প্রো লিগের দলটিতে ২০২৩ সালের শুরুতে যোগ দিয়েও এখন পর্যন্ত কোনো বড় অফিসিয়াল ট্রফি জেতা হয়নি তার। যদিও ওই বছর তিনি আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছিলেন, তবে সেটি অফিসিয়াল শিরোপা নয়।

এবারের সৌদি প্রো লিগেও শিরোপা জয়ের সম্ভাবনা ক্ষীণ। পাঁচ রাউন্ড বাকি থাকতে আল নাস্‌র ৬০ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের পয়েন্ট ৬৮, আর দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের সংগ্রহ ৬৬।

ক্রিফোস্পোর্টস/১মে২৫/এসএ/এনজি

 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল