Connect with us
ফুটবল

সতীর্থ জোটাকে স্মরণ করে গোল উৎসর্গ করলেন রোনালদো

Ronaldo scores twice as Portugal pay Jota tributes
জোড়া গোল করে প্রতায় সতীর্থকে স্মরণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

ক্যারিয়ারে ছয় বারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে বাছাইপর্ব খেলতে নেমেছেন পর্তুগালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের ৫–০ গোলের ম্যাচে দুটি গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যা এখন ১৪১।

তবে এই ম্যাচে সবচেয়ে আবেগঘন পর্ব ছিল রোনালদোর গোল উদযাপন। গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় প্রয়াত সতীর্থ দিয়োগো জোটা ও তার ভাইকে স্মরণ করে আকাশের দিকে হাত তুলে গোল উৎসর্গ করেন তিনি।

২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর জোটা ৪৯ ম্যাচে ১৪ গোল করেছিলেন; রোনালদোর সঙ্গে জুটিতে এসেছিল ৭ গোল।



এই ম্যাচে জোয়াও ফেলিক্স দুটি ও জোয়াও ক্যানসেলো একটি গোল করেন। ক্যানসেলো তার একটি গোলের পর জোটার স্বাক্ষরিত ‘প্লেস্টেশন সেলিব্রেশন’ করে শ্রদ্ধা জানান প্রয়াত সতীর্থকে।

Ronaldo and Felix shine as Portugal thrash Armenia 5-0

প্রয়াত জোটার প্রতি সতীর্থদের শ্রদ্ধা। ছবি- সংগৃহীত

এদিকে রোনালদোর এই ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়া। বিশ্বকাপ বাছাইপর্বে এতো দিন দুজনেরই ছিল সমান ৩৬ গোল। আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে রোনালদোর গোল সংখ্যা দাঁড়ালো ৩৮–এ। মেসি ৩৬ গোল করতে খেলেছেন ৭২ ম্যাচ, আর রোনালদো তা করেছেন ৪৮ ম্যাচে।

তবে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে এখনও এক গোল দূরে রয়েছেন সিআর সেভেন। গুয়াতেমালার কার্লোস রুইজ ৪৭ ম্যাচে করেছিলেন ৩৯ গোল।

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ইংল্যান্ডও অপরাজিত রয়েছে। ভিলা পার্কে আন্দোরাকে ২–০ গোলে হারিয়েছে টুখেলের দল। গ্রুপ কে–এর অন্য ম্যাচে সার্বিয়া ১–০ গোলে হারিয়েছে লাতভিয়াকে।

ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল