Connect with us
ফুটবল

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৪ ক্লাবের হয়ে বিশেষ কীর্তি রোনালদোর

Ronaldo becomes the first footballer in the world to achieve a special feat with four clubs.
চারটি ভিন্ন ক্লাবের জার্সিতে শততম গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। ছবি- সংগৃহীত

ক্লাব ফুটবলে এক অন্যরকম কীর্তি গড়লেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি করেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের পর এবার আল নাসরের হয়েও শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন এই ফরোয়ার্ড।

শনিবার (২৩ আগস্ট) সৌদি সুপার কাপের ফাইনালে আল-আহলির বিপক্ষে একটি গোল করার মধ্য দিয়ে আল নাসরের জার্সিতে শত গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। তাতে প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ভিন্ন ক্লাবের জার্সিতে শত গোলের রেকর্ড গড়েছেন এই তারকা।

২০০২ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন রোনালদো। এরপর ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। এরপর ম্যানইউসহ মোট চারটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয় খেলেছেন তিনি।



রোনালদাদা তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। লস ব্লাঙ্কোসদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০টি গোল করেছেন তিনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মেয়াদে দ্বিতীয় সর্বোচ্চ সময় কাটিয়েছেন এই তারকা। ইংলিশ এই জায়ান্ট ক্লাবটির হয়ে ৩৪৬ ম্যাচে ১৪৫টি গোল করেছেন সিআরসেভেন।

এরপর জুভেন্টাসের হয়ে চার মৌসুমে ১৩৪ ম্যাচে খেলে ১৩৪ গোল করেন তিনি। আর তার বর্তমান ক্লাব আল নাসরের হয়ে ১১৩তম ম্যাচে এসে শততম গোলের মাইলফলকটি স্পর্শ করলেন এই পর্তুগিজ সুপারস্টার।

এদিন হংকং স্টেডিয়ামে খেলতে নামার আগে আল নাসরের জার্সিতে তার গোলসংখ্যা ছিল ৯৯টি। তবে প্রথমার্ধেই শততম গোলে পৌঁছে যান তিনি। ম্যাচের ৪১তম মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করে এই মাইলফলক পূর্ণ করেন তিনি।

তবে মাইলফলক পূরণের ম্যাচটি জয়ে রাঙাতে পারেননি রোনালদো। ম্যাচের নির্ধারিত সময়ে ২-২ সমতার পর টাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে হেরে যায় আল নাসর। ফলে মাইলফলক পূর্ণ হলেও শিরোপা হাতছাড়া হয়েছে রোনালদোদের।

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল