বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ পেরোনো ফুটবলার হয়েও থেমে নেই এই পর্তুগিজ তারকা। নিজের হাজার গোলের স্বপ্নের কথা তিনি জানিয়েছিলেন আরও আগেই। এবার সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছালেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে স্পর্শ করেছেন নতুন আরেক মাইলফলক।
গতকাল শনিবার রাতে আল হাজমের বিপক্ষে গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯৫০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। আল হাজমকে ২-০ গোলে হারানোর রাতে ম্যাচের ৮৮ মিনিটে গোল করেন রোনালদো। যার ফলে টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন এই কিংবদন্তি ফুটবলার।
এদিকে তার চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবলার লিওনেল মেসি আগের দিনই করেছিলেন দ্রুততম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের ৮৯০তম গোল। ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে তিনি তার গোলসংখ্যা নিয়ে গেছেন ৮৯১-এ। রোনালদোর সঙ্গে তার গোলের পার্থক্য ৫৯ গোলের। এই দুজন বাদে ফুটবল ইতিহাসে আর কোনও ফুটবলারের নামের পাশে ৮০০ গোলও নেই।
সবচেয়ে বেশি ক্যারিয়ার গোলের রেকর্ড—
ক্রিশ্চিয়ানো রোনালদো – ৯৫০
লিওনেল মেসি – ৮৯১
পেলে – ৭৬২
রোমারিও – ৭৫৬
ফেরেনশ পুসকাস – ৭২৫
আল হাজমকে হারানোর রাতে গোল করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘দলকে জেতাতে পেরে খুশি। সাথে ৯৫০ গোল স্পর্শ। সবসময়ই আরও বেশি পেতে ক্ষুধার্ত।’ আল নাসরের হয়ে এটি ছিল রোনালদোর ১০৬তম গোল। চলতি বছর ৩৮ ম্যাচে ৩৪ গোল করেন তিনি। এছাড়া ৩০ বছর পেরোনের পর ৫০০ গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে এই পর্তুগিজ।
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/এফএএস