১ নভেম্বর যেন রোনালদোর অবিস্মরণীয় দিন হয়ে দাঁড়িয়েছে। ২০০৩ সালের ১ নভেম্বর নিজের স্বর্ণালী সময় কাটানো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোলটি করেছিলেন।
২২ বছর পর আবার এই দিনটি স্মরণীয় হয়ে থাকলো রোনালদোর জন্য। ১ নভেম্বর পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রথম গোল করেছে ক্রিস্টিয়ানোর ছেলে রোনালদো জুনিয়র, গোল পেয়েছেন রোনালদোও।
৩ দিন আগে তুরস্কের বিপক্ষে ফেডারেশন কাপের ম্যাচে অভিষেক হয়েছে ক্রিস্টিয়ানোর বড় সন্তান রোনালদো জুনিয়রের। প্রথম ম্যাচে তাকে নামানো হয়েছিল শেষ দিকে বদলি হিসেবে।
তবে গতকাল (১ নভেম্বর) ওয়েলসের বিপক্ষে প্রথমার্ধেই নামার সুযোগ হয়েছে রোনালদো জুনিয়রের। ম্যাচের ৪২ মিনিটে তার গোলেই ম্যাচে এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচটি পর্তুগাল ৩-০ গোলে জিতেছে।
ছেলের গোলে রোনালদোও যে ভীষণ খুশি সেটি তাঁর ইনস্টাগ্রামে পোষ্টেই বোঝা যাচ্ছে। রোনালদো জুনিয়রের গোলের ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন রোনালদো।
তুরস্কের মাটিতে ওয়েলস-পর্তুগাল ম্যাচের ছয় ঘণ্টার বেশি সময় পর আল নাসরের হয়ে খেলতে নেমে আল ফেইহার বিপক্ষে ৩৭ মিনিটে গোল করেন রোনালদো। পরে ১-১ সমতায় থাকা ম্যাচে যোগ করা সময়ের ১৫তম মিনিটে রোনালদোর পেনাল্টি গোলে জয় পায় আল নাসর। এ জয়ে প্রো লিগে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আল নাসর।
ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/এআই