Connect with us
ফুটবল

বিয়ের আগেই রোনালদো-জর্জিনার বিচ্ছেদ চুক্তি

রোনালদো ও জর্জিনা। ছবি - সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ দীর্ঘদিন একসাথে থাকার পর শেষমেশ বিয়ের পিড়িতে বসতে চলেছেন। জর্জিনাকে ডায়মণ্ডের দামি আংটি দিয়ে ইতোমধ্যে বাকদান সম্পন্ন করেছেন রোনালদো। এই প্রস্তাবে সাড়া দিয়েছেন আর্জেন্টাইন মডেল জর্জিনাও।

তাদের বিয়ের আগেই বিচ্ছেদ বিষয়ক একটি শর্ত সামনে এনেছে পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া। সংবাদ মাধ্যমটি বলছে, প্রায় ১০ বছর একসাথে রয়েছেন রোনালদো ও জর্জিনা। তাদের সংসারে ৫ সন্তান রয়েছে।জর্জিনা যখন প্রথমবার রোনালদোর সন্তান গর্ভেধারণ করেন তখনই বিচ্ছেদ বিষয়ক শর্তে দু’জন স্বাক্ষর করেন।

তারা আরও জানিয়েছে, রোনালদো ও জর্জিনা বাকি জীবন একেঅপরের সাথেই কাটাতে চান। তবে যদি কখনো বিচ্ছেদ হয় তাহলে আমৃত্যু জর্জিনার ভরণপোষণের জন্য রোনালদোর কাছ থেকে অর্থ পাবেন। চুক্তি অনুযায়ী মাসে ১ লাখ ১৪ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা পাবেন জর্জিনা।



মাদ্রিদের লা ফিনকায় রোনালদোর একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। শর্ত অনুযায়ী, থাকার জন্য ওই বাড়ি পাবেন জর্জিনা। মূলত তাদের বিচ্ছেদ হলেও সন্তানরা যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে সেজন্য এই শর্তে স্বাক্ষর করেছেন দু’জন। রোনালদোর সন্তান আলানা মার্টিনাকে জর্জিনা জন্ম দেওয়ার পর থেকে এই শর্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে টিভি গুইয়া।

সংবাদ মাধ্যমটির মতে, বিচ্ছেদ হলে জর্জিনা পর্তুগিজ তারকার মোট সম্পদের একটা বড় অংশের ভাগ পাবেন। রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ ৬৭১ মিলিয়ন ডলার বা প্রায় ৮ হাজার ১৫৬ কোটি টাকা। তাদের বিয়ের পর যদি কখনো বিচ্ছেদ হয় তবে অর্থনৈতিক ভাবে জর্জিয়া ভালই লাভবান হবেন।

ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল