Connect with us
ক্রিকেট

হঠাৎ টেস্ট থেকে রোহিতের অবসর, কারণ জানালেন নিজেই

রোহিত শর্মা। ছবি - সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষটি জানিয়েছেন তিনি।

সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এবিষয়ে কথা বলেন তিনি। যদিও খুব বেশি কিছু বলেননি। রোহিত জানিয়েছেন, তার শরীর আর টেস্ট খেলার ধকল নিতে পারবে না বুঝেই সরে গিয়েছেন।

রোহিতের আক্ষেপ করে বলেন, ভারতের তরুণ ক্রিকেটারেরা এখন প্রস্তুতির উপর যথেষ্ট গুরুত্ব দেন না। তার মতে, ‘টেস্টের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়। কারণ খেলাটা দীর্ঘমেয়াদী। টেস্টে আপনাকে পাঁচ দিন টিকে থাকতেই হবে। মানসিকভাবে সেটা খুব চাপের।’



তিনি নিজে যে বরাবর প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে দেখেছেন সেটাও স্পষ্ট করেছেন রোহিত। তিনি বলেন, ‘এমন অনেক কাজ করতে হয় যা চোখের সামনে দেখা যায় না। প্রস্তুতি সে রকমই একটা জিনিস। বারবার একই কাজ করতে হয়। কারণ ওখান থেকেই সব শুরু হয়েছে। মাঠে লম্বা সময় ধরে টিকে থাকার জন্য নিজেকে তৈরি করতে হয়।’

ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট