Connect with us
ক্রিকেট

রোহিত-কোহলির ১৬৮ রানের জুটিতে হোয়াইটওয়াশ এড়ালো ভারত

রোহিত শর্মা ও বিরাট কোহলি
রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই হোয়াইটওয়াশের ভয়ে ছিল ভারত। সেজন্য শেষ ম্যাচটা ছিল শুধু নিয়ম রক্ষার লড়াই। সিডনিতে সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের অপরাজিত ১৬৮ রানের জুটিতে ৯ উইকেটে জিতে হোয়াইটওয়াশ এড়ায় ভারত। শুবমান গিলের অধিনায়কত্বে ওয়ানডেতে ভারতের প্রথম জয় এটি।

কোহলি আগের দুই ম্যাচে রান পাননি। সিডনিতে ব্যাট হাতে নামার পর প্রথম থেকেই চাপে ছিলেন তিনি। এরপর রোহিতের সঙ্গে গড়েন বড় জুটি। রোহিত শুরু থেকেই ধীরস্থির ছিলেন। একের পর এক ভালো শট খেলেন, কিন্তু কোনো ঝুঁকি নেননি। অনেক দিন পর দুই সিনিয়র তারকার দাপুটে ব্যাটিংয়ে ভরসা ফিরে পেয়েছে ভারতীয় দর্শকরা।

ইনিংসের শুরুতে অধিনায়ক গিল ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ২৬ বলে ২৪ রান করে আউট হন তিনি। এরপর মাঠে নামেন কোহলি। রোহিত ও কোহলি মিলে শুরুতে ধীর ব্যাটিং করলেও ক্রমান্বয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন। কোহলি ৩৬ রানের সময় একবার এলবিডব্লিউর আবেদন থেকে বেঁচে যান, আম্পায়ার আউট দেননি এবং ডিআরএসেও আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে।



রোহিত এদিন দুর্দান্ত ব্যাট করেছেন। ১০৫ বলে ওয়ানডেতে নিজের ৩৩তম শতক পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১২৫ বলে ১২১ রানে অপরাজিত থাকেন। পুরো ইনিংসে তিনি ১৩টি চার ও ৩টি ছয় মেরেছেন। অন্যদিকে কোহলি অপরাজিত থাকেন ৮১ বলে ৭৪ রান করে। তাদের জুটিতে ভর করেই সহজ জয় তুলে নেয় ভারত।

এর আগে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরুটা ভালো হলেও পুরো ইনিংসটায় ছন্দ ধরে রাখতে পারেনি তারা। ৪৬.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৪২ রানে অলআউট হয়ে যায় তারা। ট্রাভিস হেড ২৫ বলে ২৯, মিচেল মার্শ ৫০ বলে ৪১ রান করেন। ম্যাথু শর্ট ৪১ বলে ৩০ রান করেন। মাঝের ওভারগুলোতে ম্যাট রেনশ ৫৮ বলে ৫৬ রানের দায়িত্বশীল ইনিংস খেললেও বড় সংগ্রহ তুলতে পারেনি স্বাগতিকরা।

এদিকে গৌতম গম্ভীরের নেতৃত্বে ভবিষ্যতের দল গঠনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ভারত। এমন সময় অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া রোহিত শর্মা ও বিরাট কোহলির ফর্মে ফেরাটা ভারতের জন্য বড় পাওয়া।

ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট