
ভারতীয় ক্রিকেট দলে সাত মাস পর ফিরেই ব্যর্থ হলেন দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে দুজনের কেউই ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি। রোহিত করেছেন ৮ রান, আর কোহলি আউট হয়েছেন শূন্য রানে। আন্তর্জাতিক ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মাটিতে এটাই কোহলির প্রথম ‘ডাক’।
রোববার পার্থে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। ভারতের ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের চতুর্থ ওভারেই দলীয় ১৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। জস হ্যাজেলউডের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন রোহিত শর্মা। ১৪ বল খেলে করেন মাত্র ৮ রান। এরপর তিন নম্বরে নেমে বিরাট কোহলি আট বল খেলে কোনো রান না করেই ফেরেন সাজঘরে। মিচেল স্টার্কের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন কভারে।
তারপর নতুন ওয়ানডে অধিনায়ক শুবমান গিলও ব্যর্থ হন। ১০ বলে ২ চারে ১৮ রান করে নাথান এলিসের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে ধরা পড়েন তিনি। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
একপর্যায়ে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। কিছু সময় পর বৃষ্টি থামলে এক ওভার কমিয়ে আবার খেলা শুরু হয়। খেলা বন্ধ হওয়ার সময় ভারতের সংগ্রহ ছিল ১১.২ ওভারে ৩ উইকেটে ৩৫ রান। ক্রিজে তখন ছিলেন শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল। দলীয় সংগ্রহ যখন ১১ ত ওভারে ৩৭ রান তখন আবার বৃষ্টি নামে। আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে।
তবে ভারতের এই ধস থেকে পার্টনারশিপ গড়ার দায়িত্ব এখন তাদের উপর। এদিকে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্টার্ক, হ্যাজেলউড ও এলিস ইতিমধ্যে একটি করে উইকেট নিয়েছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে যেতে হলে এই ম্যাচে ভালো ব্যাটিং করতে হবে ভারতকে।
ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/টিএ
