
আফগানিস্তানের কাছে পরাজিত হওয়ার পর বাংলাদেশের সামনে সুপার ফোরে ওঠার জন্য ছিল একাধিক সমীকরণ। গ্রুপে দুই জয় নিশ্চিত করেও তাকিয়ে থাকতে হয়েছে আফগান ও লঙ্কান ম্যাচের দিকে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার জয়ে কপাল খুলেছে টাইগারদের। এশিয়া কাপের পরবর্তী রাউন্ডে বাংলাদেশের কাছ থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট দেখতে চান সাবেক ভারতীয় ক্রিকেটার রোহান গাভাস্কার।
গতকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ শেষে ক্রিকবাজের অনুষ্ঠানে রোহান বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের যে প্যাশন আছে, আমি ঢাকার ক্লাব ক্রিকেটে খেলেছি, আমার বাংলাদেশি অনেক বন্ধু আছে। আমি জানি তারা কতটা প্যাশনেট। আমি সমর্থকদের জন্য সত্যিই খুশি। তবে আপনি যেটা বললেন এটা অনেকটা ১০-১৫ বছর আগের মতো হয়ে গেছে – ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর বাংলাদেশ।’
টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিত করলেও গ্রুপ পর্বে সমর্থকদের প্রত্যাশা পরিপূর্ণভাবে পূরণ করতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে হারালেও দাপুটে জয় দেখার সুযোগ বঞ্চিত হয়েছে টাইগারদের। আর পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজে ভাবে পরাজিত হওয়ার স্মৃতি সঙ্গী হয়েছে বাংলাদেশের। তবে শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে দারুন ভাবে ঘুরে দাঁড়ায় লিটন দাসের দল।
সুপার ফোরে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে সেই প্রত্যাশা রোহান গাভাস্কারের, ‘বাংলাদেশ ২০০০ সাল থেকে টেস্ট ক্রিকেট খেলছে, তাদেরকে দেখাতে হবে তারা কতটা ভালো দল। বড় মঞ্চে তারা তাদের পটেনশিয়ালটি অনুযায়ী খেলতে পারেনি কিন্তু এখন তারা একটা সুযোগ পাচ্ছে। আশা করছি, আমরা বাংলাদেশকে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে দেখব।’
তবে আফগানিস্তান ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সে অবাক হওয়ার কথা জানিয়েছেন রোহান, ‘নেট রানরেটের কারণে আফগানিস্তানকে আমরা এগিয়ে রেখেছিলাম। বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভালো। কিন্তু টুর্নামেন্টে আমরা ভেবেছিলাম আফগানিস্তান জিতবে। কিন্তু বাংলাদেশ আমাদের অবাক করে দিয়ে জিতেছে। আশা করছি, সুপার ফোরে তাদের কাছ থেকে ভালো পারফরম্যান্স দেখতে পাব।’
উল্লেখ্য, এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে চলতে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়া দল গুলোর নাম। দুই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে উঠে এসেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের এই দ্বিতীয় রাউন্ডে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সুপার ফোর রাউন্ডের শীর্ষ দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/এফএএস
