Connect with us
ক্রিকেট

অনিশ্চিত রিজওয়ানের ওয়ানডে অধিনায়কত্ব

মোহাম্মাদ রিজওয়ান । ছবি- সংগৃহীত

ওয়ানডে দলের অধিনায়কত্বে পরিবর্তন আসবে বলে গুঞ্জন উঠেছিল পাকিস্তানের গণমাধ্যমে। সেই গুঞ্জনই সত্যি হচ্ছে বলে আংশিক নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে জানানো হয়েছে, এখনও চূড়ান্ত হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের অধিনায়ক।

গত বছর ওয়ানডে দলের অধিনায়কত্ব দেওয়া হয় রিজওয়ানকে। অধিনায়ক হিসেবে বেশ দারুণ শুরু করেছিলেন তিনি। দায়িত্ব পেয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করে রিজওয়ানের দল। এরপর জিম্বাবুয়ের বিপক্ষেও জয় পায় রিজওয়ানের নেতৃত্বে। দক্ষিণ আফ্রিকাকে নিজেদের মাঠেই হোয়াইটওয়াশ করে পাকিস্তান।

তবে এ বছর নেতৃত্বে কিছুটা ব্যর্থ রিজওয়ান। চ্যাম্পিয়ন্স লিগের আগে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারে রিজওয়ানের দল। সিরিজ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়ে দলটি। এরপর গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি সিরিজ হারে পাকিস্তান।



দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের অধিনায়ক চূড়ান্ত নয় বলে হঠাৎ করে জানানো হয় পিসিবি থেকে। ধারণা করা যায়, গণমাধ্যমের গুঞ্জন সত্যি করে রিজওয়ানকে সরিয়ে নেওয়া হচ্ছে অধিনায়কের দায়িত্ব থেকে। পিসিবির এক বিবৃতিতে জানানো হয়, ওয়ানডে দলের অধিনায়ক ঠিক করতে নির্বাচক কমিটির সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তানের ওয়ানডে দলের কোচ মাইক হেসন। তবে রিজওয়ানের নেতৃত্ব নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি পিসিবির পক্ষ থেকে। ধারণা করা যায়, দলের পারফরম্যান্সের কারণেই অধিনায়কত্ব ছাড়তে হতে পারে রিজওয়ানকে

পাকিস্তানের অধিনায়কত্ব নিয়ে নাটকীয়তা নতুন কিছু নয়। গত বছর মহসিন নাকভি পিসিবি বোর্ড প্রধান হওয়ার পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে অধিনায়কত্ব দেওয়া হয় বাবর আজমকে। এরপর বাবর আজমকে সরিয়ে সালমান আলি আগাকে দেওয়া হয় নেতৃত্ব। ওয়ানডে ফরম্যাটে শাহিন শাহ আফ্রিদিকে দায়িত্ব দেওয়া হবে বলে পাকিস্তানের গণমাধ্যম ধারণা করছে।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট