Connect with us
ফুটবল

সংবর্ধনায় বিশ্বকাপে খেলার প্রত্যাশা জানালেন ঋতুপর্ণারা

Women footballers in reception
সংবর্ধনা অনুষ্ঠানে ঋতুপর্ণা-আফঈদারা। ছবি- সংগৃহীত

এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কেটে গেল রাতেই দেশে ফিরেছেন নারী ফুটবলাররা। রাত আড়াইটার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন ঋতুপর্ণা-আফঈদারা। সেখান থেকে বাফুফে কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সরাসরি হাতিরঝিল যান তারা।

মধ্যরাতে আয়োজন হলেও দেশের নারী ফুটবলারদের অভিনন্দন জানাতে উপস্থিত ছিল বেশ অনেক ভক্ত সমর্থক। রাত তিনটার একটু পর আলো ঝলমলে মঞ্চে আসেন দলের সবাই। এসময় ব্যান্ড মিউজিকের তালে বেজে ওঠে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের “মোরা ঝঞ্ঝার মত উদ্দাম….শতদল” সঙ্গীত।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী দলের ফুটবলাররা। যেখানে ঋতুপর্ণার কণ্ঠে শোনা যায় বিশ্বকাপে খেলার প্রত্যাশা। এশিয়ার গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে দেশকে নিয়ে যাওয়ার বার্তা দিলেন তিনি। এছাড়া অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির কণ্ঠেও ছিল একই প্রত্যয়।

ঋতুপর্ণা বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দর্শকবৃন্দকে। এত রাতে আমাদের বরণ করে নেওয়ার জন্য। সভাপতি ও কিরণ ম্যাডামকে অভিনন্দন এত কষ্ট করে এই আয়োজন করার জন্য। আজকে আমরা এখানে এসেছি দলীয় প্রচেষ্টায়, ফুটবল কোনো ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর খেলা নয়।’


আরও পড়ুন:

» টিভি পর্দায় আজ দেখা যাবে যেসব খেলা (৭ জুলাই ২৫)

» এমবাপ্পেকে রেখে চলে গেল রিয়াল মাদ্রিদের বাস


তিনি দলকে বিশ্বমঞ্চে খেলানোর আশা জানিয়ে বলেন, ‘আমরা বাংলাদেশের মেয়েরা জানি, কিভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয়। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের নিরাশ করব না। আমরা এশিয়া নয়, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই।’

আফঈদাও একই বার্তা দিয়ে বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাতে চাই, তাবিথ আউয়াল স্যার, কিরণ ম্যাডামসহ সবাইকে এত রাতে সুন্দর একটা আয়োজনের জন্য। কিরণ ম্যাডামকে ব্যক্তিগতভাবে আমার কৃতজ্ঞতা… এই মুহূর্ত ভোলার মতো নয়। কেবল দক্ষিণ এশিয়া নয়, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে পারি।’

আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপের লড়াইয়ে প্রথমবারের মতো অংশ নিবে বাংলাদেশ নারী ফুটবল। সেই টুর্নামেন্টে ১৬ দলের মাঝে সেরা ছয়ের মধ্যে থাকতে পারলেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল