Connect with us
ফুটবল

শেষ মুহূর্তের গোলে দলকে জিতিয়ে ম্যাচসেরা হলেন ঋতুপর্ণা

Rituparna won the team with a last minute goal and became the woman of the match
টানা দ্বিতীয়বার ম্যাচসেরা হয়েছেন ঋতুপর্ণা। ছবি- পারো এফসি

ভুটানের লিগে বাংলাদেশি ফুটবলারদের দাপট চলছেই। সাবিনা-ঋতুপর্ণা-শামসুন্নাহারদের নৈপুণ্যে আরও একটি জয় তুলে নিয়েছে পারো এফসি। শেষ মূহূর্তের গোলে দলের জয় নিশ্চিত করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। এ নিয়ে পর পর দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এই বাংলাদেশি ফরোয়ার্ড।

বুধবার (৩০ জুলাই) ভুটানের নারী লিগের ম্যাচে থিম্পু সিটিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে পারো এফসি। ক্লাবটির পক্ষে দুটো গোলই এসেছে দুই বাংলাদেশি তারকা ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার সিনিয়রের পা থেকে।

এদিন পারো ও থিম্পুর ম্যাচে শুরু থেকে সমানে-সমানে লড়াই হয়েছে। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে লিড নেয় থিম্পু। এরপর শামসুন্নাহারের গোলে সমতায় ফেরে পারো। ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেন বাংলাদেশ জাতীয় দলের এই ডিফেন্ডার।

আরও পড়ুন:

» সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান, এবারও ম্যাচ বাতিল করবে ভারত?

» ২০২৫ সালের আগস্টে মেসিদের যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি 

ম্যাচে সমতা ফেরার অর উভয় দলই গোলের লক্ষ্যে লড়াই চালিয়ে যেতে থাকে। তবে কাঙ্ক্ষিত সেই গোলে দেখা পাচ্ছিলো না কেউ। ফলে ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের দিকে। কিন্তু শেষ মুহূর্তে পারোকে এগিয়ে দেন ঋতুপর্ণা। জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনার অ্যাসিস্ট থেকে দারুণ এক গোল করে দলের জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।

Rituparna won the team with a last minute goal for Paro FC

জয়ের পর উল্লাসে মাতেন ঋতুপর্ণারা। ছবি- পারো এফসি

পর পর দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে বেশ খুশি হন ঋতুপর্ণা। ম্যাচে এই তারকা বলেন, ‘টানা দ্বিতীয়বার ম্যাচসেরার পুরস্কার পেয়েছি, খুব ভালো লাগছে। আজকের ম্যাচটা কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে পেরে অনেক ভালো লাগছে।’

এর আগের ম্যাচে ট্রান্সপোর্ট ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছিল পারো এফসি। সেই ম্যাচে জোড়া গোল করেছিল ঋতুপর্ণা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কারটি উঠেছিল তার হাতেই।

ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল