
দেশকে এএফসি এশিয়ান কাপে তুলে ভুটানের পারো এফসির ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। সেখান থেকেই অসুস্থ মায়ের জন্য সকলের দোয়া চেয়েছেন তিনি।
ঋতুপর্ণার মা দীর্ঘদিন ধরেই মারণব্যধি ক্যানসারে আক্রান্ত। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দোয়া চান।
ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় ঋতুপর্ণা লিখেছেন, ‘এই কঠিন সময়ে আমার এবং আমার পরিবারের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের উদ্বেগ সত্যিই আশীর্বাদ। এই মুহূর্তে আপনাদের কাছে আমরা মায়ের জন্য অর্থ সহায়তার চেয়ে বেশি দোয়া চাইছি। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং তাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’
আরও পড়ুন:
» চিকিৎসা সহায়তা পাচ্ছেন ‘গোল্ডেন গার্ল’ ঋতুপর্ণার মা
» এবার মিশন সাফ শিরোপা, বাংলাদেশের ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা?
সম্প্রতি মায়ের অসুস্থতা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশ হয় যে অর্থের অভাবে তার মায়ের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এমনকি কিছু সংবাদমাধ্যমে তাদের আর্থিক দুরবস্থার কথাও উল্লেখ করা হয়।
তবে এই খবরকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন ঋতুপর্ণা। ভুটানের পারো এফসির হয়ে ন্যাশনাল উইমেন্স লিগ খেলতে থাকা এই ফুটবলার স্পষ্ট করেছেন, মায়ের চিকিৎসায় অর্থের কোনো সমস্যা নেই। বরং, তিনি সবার কাছে মায়ের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা চেয়েছেন।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/এসএইচএ
