Connect with us
ফুটবল

বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন ঋতুপর্ণা

Rituparna receives Sportsperson of the Year award
সিটি গ্রুপ বর্ষসেরা প্রথম আলো ক্রীড়া পুরস্কার জিতেছেন ঋতুপর্ণা চাকমা। ছবি- সংগৃহীত

সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৪ এ বর্ষের ক্রীড়াবিদ হলেন ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নিয়েছেন ঋতুপর্ণা। সাবিনা খাতুনের পর বাংলাদেশের দ্বিতীয় নারী ফুটবলার হিসেবে এই সম্মানজনক পুরস্কারটি পেলেন এই তারকা ফরোয়ার্ড। তাছাড়া পাঠকের এছাড়া দ্বিতীয় রানার আপ হয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

আজ (শনিবার) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৪ এর অনুষ্ঠান। সেখানে ঋতুপর্ণার হাতে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার তুলে দেন বাংলাদেশের দাবার ‘রাণী’ ক্রীড়াবিদ রানি হামিদ।

প্রথমবারের মতো বর্ষসেরার পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত ঋতুপর্ণা। রানি হামিদের হাত থেকে পুরস্কার গ্রহণের পর ঋতুপর্ণা বলেন, ‘সবাইকে ধন্যবাদ। আমার পরিবার সকল টিমমেটদেরও ধন্যবাদ। এটা আমার জন্য অনেক বড় অর্জন।’



গত বছর বাংলাদেশের হয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন ঋতুপর্ণা। নেপালে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ফাইনালে জয়সূচক গোলটি করেন তিনি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে জিতে নেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার। বছরজুড়েই নারী ফুটবলের তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তাই এবারের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটিও উঠেছে তার হাতেই।

চলতি বছর মিয়ানমারের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২০২৬ সালের নারী এশিয়ান কাপের বাছাইয়ে স্বাগতিক মিয়ানমারসহ বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এ বাছাইপর্বে শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করে দলের ইতিহাস গড়ার পেছনে বড় ভূমিকা রাখেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণার এই পায়ের জাদু সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘জাদু বলতে কিছু নেই। কঠোর পরিশ্রমের ফল এটা।’

তাছাড়া পাঠকের ভোটেও বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন ঋতুপর্ণা। সবমিলিয়ে দুটো পুরস্কার উঠেছে এই তারকা ফুটবলারের হাতে। এছাড়া বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন নারী ফুটবল দলের আরেক তারকা তহুরা খাতুন। এর বাইরে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন মোশারফ হোসেন শামীম এবং বর্ষসেরা উদীয়মান ক্রীদাবিদের পুরস্কার পেয়েছেন তরুণ দাবাড়ু মনন রেজা।

ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল