Connect with us
ফুটবল

ভুটানের পারো এফসিতে উষ্ণ অভ্যর্থনা পেলেন ঋতুপর্ণা-মনিকা

Rituparna-Monika receive warm welcome at Paro FC in Bhutan
ভুটানের পারো এফসিতে উষ্ণ অভ্যর্থনা পেলেন ঋতুপর্ণা-মনিকা

জাতীয় দলের হয়ে লড়াই শেষে বিশ্রামের সুযোগটুকুও মিলল না। দেশকে এশিয়ান কাপে তুলে বাফুফের সংবর্ধনা নিয়েই ভুটানে চলে গেলেন বাংলাদেশের দুই নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। সেখানে পারো এফসিতে তাদের জন্য অপেক্ষা করছিল উষ্ণ অভ্যর্থনা।

পারো এফসির ক্যাম্পে যোগ দেওয়ার পর ঋতুপর্ণা ও মনিকাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে ক্লাবের কর্মকর্তারা। কেট কেটে ক্লাবের দুই তারকা ফুটবলারের সাফল্য উদযাপন করেছে তারা।

তাদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য পারো এফসির পুরো পরিবার, এমনকি পুরুষ দলও, বাংলাদেশ মহিলা ফুটবল দল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অভিনন্দন জানিয়েছে।

আরও পড়ুন:

» ভয়চেক স্ট্যান্সনির নাটকীয় প্রত্যাবর্তন

» ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রাতে মুখোমুখি চেলসি ও ফ্লুমিনেন্স

ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের এশিয়ান কাপ যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে, মিয়ানমারের বিপক্ষে ঐতিহাসিক ২-১ গোলের জয়ের দুটি গোলই এসেছে তার জাদুকরী বাঁ পা থেকে।

এই ভুটানি ক্লাবে তাদের সঙ্গে খেলেন আরও দুই বাংলাদেশি তারকা সাবিনা খাতুন ও সুমাইয়া।

ইতোমধ্যে ভুটানে খেলছেন রুপনা, মারিয়া ও শামসুন্নাহার—যারা এবার থিম্পু ও ট্রান্সপোর্ট এফসির হয়ে মাঠে নামবেন। তবে তাদের ক্লাব ফেরার সময় এখনো হাতে রয়েছে কিছু দিন। ভুটানে এই মুহূর্তে বাংলাদেশি নারী ফুটবলারের সংখ্যা ১০ জন।

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল