প্রথমবারের মতো আজ ইউরোপিয়ান কোন ফুটবল নেশনের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে যেখানে শক্তিশালী প্রতিপক্ষ আজারবাইজান সঙ্গে জয়ের দেখা পেল না লাল-সবুজের প্রতিনিধিরা। তবে পুরো ম্যাচে ভালো লড়াই করে গেছে ঋতুপর্ণা চাকমারা।
আজ মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে ২-১ গোলে পরাজিত করেছে আজারবাইজান। যেখানে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল হজম করে পরাজয় বরণ করল লাল-সবুজের প্রতিনিধিরা।
ফিফা র্যাঙ্কিংয়ের ৭৪তম অবস্থানে থাকা আজারবাইজানের সঙ্গে গোটা ম্যাচেই লড়াই করে গেছে বাংলাদেশ। এর আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৯২তম ধাপে থাকা মালয়েশিয়ার কাছেও হেরেছিল ঋতুপর্ণারা। সিরাজের আগে র্যাঙ্কিংয়ের ৫৩তম ধাপে থাকা থাইল্যান্ডের কাছেও দুটি প্রীতি ম্যাচে টিকতে পারেনি বাংলাদেশ।
তবে এশিয়ান কাপের আগে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলে নিজেদের শক্তিমত্তা ঝালিয়ে নিয়েছে নারী ফুটবলাররা। পাশাপাশি কঠিন ম্যাচে বড় প্রতিপক্ষের বিপক্ষে কীভাবে টিকে থাকতে হবে, সে বিষয়ে ভালো অভিজ্ঞতা পেয়েছে পিটার বাটলারের দল। এর আগে তারাই এশিয়ান কাপের বাছাইপর্বে হারিয়েছিল বাহারাইন, তুর্কেমেনিস্তান ও শক্তিশালী মিয়ানমারকে।
আজকের ম্যাচে খেলার ১৯তম মিনিটে প্রথম লিড নেয় আজারবাইজান। এরপর প্রথমার্ধেই ৩৪ মিনিটে সমতা ফেরায় বাংলাদেশ। স্বপ্নার কর্নার প্রতিপক্ষ গোলরক্ষক সরাসরি রুখে দিলে ফিরতি বল বক্সের বাইরে থেকে পেয়ে যান মারিয়া মান্দা। দূরপাল্লার দারুণ শটে লক্ষ্যেভেদ করেন তিনি। তবে ম্যাচের ৮৩ মিনিটে গোল হজম করে ড্রয়ের সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/এফএএস