সবচেয়ে কম বয়সী নারী হিসেবে মর্যাদাপূর্ণ বেগম রোকেয়া পদক পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত থেকে এই বিশেষ পদক গ্রহণ করেন ঋতুপর্ণা।
পদক পাওয়ার পর তাৎক্ষণিক অনুভূতি জানিয়ে এই নারী ফুটবলার বলেছেন, ‘যে কোনো পুরস্কার বা সম্মাননা আমার জন্য অনেক বড় বিষয়। এটি আমাকে অনেক উৎসাহ দেয়। এই প্রথম কোনো ফুটবলার রোকেয়া পদক পেল, তাই এটা আমার কাছে বিরাট সাফল্য মনে হচ্ছে। আমি খুব, খুব খুশি।’
বাংলাদেশের সামাজিক কাঠামোতে নারী ফুটবলারদের বাধার মুখোমুখি হতে হয়। সংগ্রাম করে উঠে আসতে হয় তাদের। এমন বাস্তবতা থেকে উঠে এসে এই অর্জনের পর এটিকে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন তিনি, ‘এই পুরস্কার শুধু আমার একার নয়— এটি বাংলাদেশের সব নারীর জন্য অনুপ্রেরণা। এটি আগামী প্রজন্মের ওপর ভালো প্রভাব ফেলবে।’
নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরস্কার গ্রহণের ভিডিও প্রকাশ করে তার ক্যাপশনে ঋতুপর্ণা লিখেন, ‘বেগম রোকেয়া পদক ২০২৫! জীবনের প্রতিটা পুরস্কার আমার জন্য অনেক অনুপ্রেরণা এবং সম্মানের, কিন্তু আজকের এই পুরস্কারটি আমার জন্য স্পেশাল হয়ে থাকবে। আমার জীবনে এগিয়ে চলার পথে যারা অনুপ্রেরণা এবং উৎসাহ দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।’

প্রধান উপদেষ্টার কাছ থেকে রোকেয়া পদক গ্রহণ করলেন ঋতুপনা চাকমা।
গেল বছর সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। চলতি বছর তারা ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। যেখানে দলের হয়ে দারুণ অবদান রেখেছিলেন ঋতুপর্ণা চাকমা। তাই তাকে ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। এর ঠিক ৫২ বছর পর, ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি মারা যান।
ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৫/এফএএস