বিগ ব্যাশে নকআউটে আগামীকাল মাঠে নামছে রিশাদ হোসেনের হোবার্ট হারিকেনস। বাঁচা-মরার এই লড়াইয়ের আগে দুঃসংবাদ পেয়েছে হোবার্ট, চোঁটের কারণে দল থেকে ছিঁটকে গেছেন দলটির অধিনায়ক নাথান এলিস।
ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচে চোট পড়েছিলেন হোবার্টের নিয়মিত অধিনায়ক এলিস। তাঁর চোটের ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। টুর্নামেন্টের বাকি অংশে এই পেসার খেলতে পারবেন কি না, তা জানা যাবে কয়েকদিনের মধ্যেই।
বিগ ব্যাশের এবারের আসরে হোবার্টের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি এলিস। ১৪ ম্যাচে ২১.২৮ গড়ে এবং ইকোনমি রেট ৯.০৩ নিয়েছেন ১৪ উইকেট। শুধু হোবার্টের নয়, এলিসের ইনজুরি দুচিন্তার কারণ হতে পারে অস্ট্রেলিয়ারও। অজিদের টি-টোয়েন্টি বোলিং আক্রমণেরও গুরুত্বপূর্ণ সদস্য এলিস। ২৯ জানুয়াররি থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে এলিসকে।
এদিকে আগামীকালের ম্যাচে দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্যকে পাচ্ছে না হোবার্ট। নকআউটে দলের নিয়মিত সদস্য ইংলিশ লেগস্পিনার রেহান আহমেদকেও পাচ্ছে না হোবার্ট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ড দলে যোগ দিতে দল ছেড়েছেন রেহান। বক্সিং ডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে দলের বাইরে রয়েছেন টিম ডেভিডও।
রেহান আহমেদ না খেলায় ম্যাচে বাড়তি প্রত্যাশা ও চাপ থাকবে রিশাদের উপর। এখন পর্যন্ত দলের আস্থার ভালোই প্রতিদান দিয়ে আসছেন রিশাদ। প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে যাওয়া রিশাদ ১৩ ইনিংসে ৭.৫৩ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট।
প্লে অফে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে নকআউট ম্যাচটি কাল শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৬/এআই
