অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ— বিগ ব্যাশে নিজের জাত চেনাচ্ছেন বাংলাদেশের তারকা স্পিন বোলার রিশাদ হোসেন। আসরের তিন ম্যাচেই তার দল হোবার্ট হ্যারিকেন্সের একাদশে জায়গা মিলেছেন রিশাদের। তিন ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে হোবার্ট হ্যারিকেন্স। দলের জয়ে বল হাতে অবদান রেখে চলেছেন রিশাদ।
রোববার (২১ ডিসেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে মেলবোর্ন রেনেগেডর্সকে ৭ উইকেটে হারিয়েছে হোবার্ট হ্যারিকেন্স। ম্যাচে ৪ ওভার বল করে ২১ রান দিয়ে রিশাদ তুলে নিয়েছেন ১ উইকেটে।
এদিন ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় হোবার্ট। জেসন বেহরনডর্ফের বলে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল ওয়েন। আরেক ওপেনার টিম ওয়ার্ডও বেশিক্ষণ টিকতে পারেননি; ৮ রান করে তিনিও বেহরনডর্ফের শিকার হন।
দ্রুত দুই উইকেট হারানোর পর হোবার্টের ইনিংসের দায়িত্ব নেন নিখিল ও ম্যাকডরমট। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৯ বলে হাফ সেঞ্চুরি করেন নিখিল। ৭ চার ও ৪ ছক্কায় ৩৮ বলে ৭৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। অন্যদিকে ম্যাকডরমট ৪৯ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে মেলবোর্ন রেনেগেডর্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন টিম সেইফার্ট। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ৩২ ও হাসান খান ২৩ রান যোগ করেন।
এর আগে ১৬ ডিসেম্বর জয় দিয়ে আসর শুরু করে হোবার্ট হ্যারিকেন্স। ৩ ওভার করে কোনো উইকেট না পেলেও রিশাদ ছিলেন মিতব্যায়ী। ৩ ওভারে দিয়েছেন ১৮ রান। দ্বিতীয় ম্যাচে ৩ ওভার করে ২ উইকেট শিকার করেন রিশাদ। যদিও মেলবোর্ন স্টার্স এর কাছে ম্যাচটি হেরে যান রিশাদরা। পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে টেবিলের শীর্ষ স্থান দখল করেছে হোবার্ট। তিন ম্যাচে খেলে রিশাদের উইকেটের ঝুলিতে জমা হলো ৩ উইকেট।
আগামী ২৬ ডিসেম্বর নিজেদের চতুর্থ ম্যাচে পার্থ স্কর্চার্স-এর বিপক্ষে মাঠে নামবে রিশাদের হোবার্ট হ্যারিকেন্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে।
ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৫/এসএ
